কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-১৬

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৩৭:৩০ সকাল



প্রভুর শিল্পীর পরশ অতুলনীয়, আর সেটার রুপ দিয়ে ফুলের মতো সাজিয়েছে আমাদের জেলেরা

০২।



অকৃত্রিম বন্ধন,

মানুষের মাঝে ভালবাসার অকৃত্রিমতা বৃদ্ধি পাক

০৩।



বিশ্বাস করেন আমি প্রায় সময় বিরক্ত এই কাঠ বিড়ালীদের প্রতি, কাঠ বিড়ালী শুধু পেয়ারা খায়না, আমাদের গাছের কচি ডাব থেকে শুরু করে বেগুন টমেটো, সিম এমনকি কলা গাছের কলা সহ খেয়ে একেবারেই সাবাড় করে। এমন কেউ কৃষি বিজ্ঞানী থাকলে আমাকে একটু সাজেশন দিলে উপকৃত হবো

০৪।



এই মুহুর্তে আমার জিপে পানি আসার অবস্থা

০৫।



সবাইতো আশা করি খেলেছেন, এই বার বলুন এই খেলাটির নাম কি?

০৬।



আমার মনে হয় পাখীটি ভাবছে আমার মতো দেখতে ঠিক আরেকটা নিচে আছে মনে হয়

০৭।



জীবনে হয়তো আপেল গাছ দেখেননি দেখে তাকলেও এত ছোট দেখেননি

প্রথম দেখে থাকলে একটু দোয়া করিয়েন

০৮।



বাংলাদেশের অহংকার, ঐতিহ্য।

০৯।



মা তো আপনাকে ছোট বেলায় কোলে নিয়ে আদর করেছে কিন্তু এই ছাগল মা তার ছেলে ছানাকে কোলে নিয়ে আদর করতে পারবে?

কোলে নিয়ে আদর করতে না পারলেও পিঠে নিয়ে আদর করতে তো মানা নেই।

১০।



দৃশ্যটা আমার কাছে অপূর্ব লেগেছে আপনাদের কাছে লাগেনি?

১১।



প্রভুর কি রহমত!

মাছ শিকার করে খাওয়ার জন্য তাদের ঠোটকে সৃষ্টি করেছেন শিকারের উপযোগি করে, একটু ভাল করে দেখুন ঠোট দুটো কিভাবে ভেদ করে মাছের পেঠে ঢুকে পড়েছে

১২।



কী! বেকুব হয়ে গেলেন নি?

কোটি মার্কিন ডলার নেই বলে কি আমরা চাদের দেশে যেতে পারিনা!?

বিষয়: বিবিধ

৪১৯৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182392
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৯
134869
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনিতো দেখছি আমার চেয়ে অনেক অনেক এগিয়ে আছেন মঝার ও শিক্ষনীয় ছবির পোষ্টের ব্যপারে,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
182408
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৪
হতভাগা লিখেছেন :


০ খেলাটার নাম সাত চারা





০ এটা কি ঘুঘু পাখি না কি কবুতর ?





০ চাঁদে মানুষের গমণ বিশ্বাস হয় না । হলে ৩ জন ছাড়া আরও অনেকের নাম শুনতাম এই গত ৪০-৪৫ বছরে ।

বরাবরের মতই পোস্ট ভাল হয়েছে ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৩
134877
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার কালেক্শন দেখলেও আশ্চার্য্য হতে হয়,
আপনার মন্তব্যগুলো খুব দারুন
আপনার মন্তব্যগুলো আমার পোষ্টকে ধন্য করে।
আপনার মতো আমারো বিশ্বাস হয় যে চাদে কোন মানুষ যায়নি, এই ধরনের আমার কাছে একটি ছবি আছে কিন্তু এই মুহুর্তে আমি কোথায় রেখেছি পাচ্ছিনা, আশা করি আগামীকাল আপনার জন্য পোষ্ট করবো
182415
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩২
বিন হারুন লিখেছেন : Rose Rose সুন্দর ছবিগুলো উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ Rose Rose
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৩
134878
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ হারুন ভাই
182421
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪০
রাইয়ান লিখেছেন : দারুন সব সংগ্রহ আপনার ! বরাবরের মত এবার ও ভালো লেগেছে ....
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৪
134879
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : রাইয়ান ভাই আমার জন্য দোয়া করেন এখন।
182430
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৭
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর সুন্দর ছবি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ভাল লাগলো।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৮
134881
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : জুলফিকার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ
182432
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৮
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৯
134883
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
182497
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪২
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আল্-হাম্-দুলিল্লাহ !খুব সুন্দর ছবি !!
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৬
134931
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ওয়ালাইকুম আস্সালামু ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু ওয়া রিযকুহ
ধন্যবাদ আপনাকে আমাকে সালাম দিয়ে দোয়া করার জন্য
182825
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৮
সবুজেরসিড়ি লিখেছেন : খুব ভাল লাগল খেলাটির নাম সাত চাড়া . . .
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২১
135317
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
182884
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যেমন খাইতে রানি মাছ তেমনই চিংড়ি মাছ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২২
135318
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য প্রদান করার জন্য
১০
182991
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:১২
বৃত্তের বাইরে লিখেছেন : আপনার কালেকশনগুলো সত্যি চমৎকার। খুব ভালো লাগলো Star Star Rose Rose
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২২
135319
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য প্রদান করে উত্সাহ দেয়ার জন্য
১১
183012
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০০
মাটিরলাঠি লিখেছেন :
Rose Rose Rose Rose
চমৎকার সংগ্রহ।
অনেক ধন্যবাদ।।


২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২২
135320
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
১২
183045
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৪
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ভারী সুন্দর! Rose Rose Rose
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৩
135321
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File