কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-১৬
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৩৭:৩০ সকাল
প্রভুর শিল্পীর পরশ অতুলনীয়, আর সেটার রুপ দিয়ে ফুলের মতো সাজিয়েছে আমাদের জেলেরা
০২।
অকৃত্রিম বন্ধন,
মানুষের মাঝে ভালবাসার অকৃত্রিমতা বৃদ্ধি পাক
০৩।
বিশ্বাস করেন আমি প্রায় সময় বিরক্ত এই কাঠ বিড়ালীদের প্রতি, কাঠ বিড়ালী শুধু পেয়ারা খায়না, আমাদের গাছের কচি ডাব থেকে শুরু করে বেগুন টমেটো, সিম এমনকি কলা গাছের কলা সহ খেয়ে একেবারেই সাবাড় করে। এমন কেউ কৃষি বিজ্ঞানী থাকলে আমাকে একটু সাজেশন দিলে উপকৃত হবো
০৪।
এই মুহুর্তে আমার জিপে পানি আসার অবস্থা
০৫।
সবাইতো আশা করি খেলেছেন, এই বার বলুন এই খেলাটির নাম কি?
০৬।
আমার মনে হয় পাখীটি ভাবছে আমার মতো দেখতে ঠিক আরেকটা নিচে আছে মনে হয়
০৭।
জীবনে হয়তো আপেল গাছ দেখেননি দেখে তাকলেও এত ছোট দেখেননি
প্রথম দেখে থাকলে একটু দোয়া করিয়েন
০৮।
বাংলাদেশের অহংকার, ঐতিহ্য।
০৯।
মা তো আপনাকে ছোট বেলায় কোলে নিয়ে আদর করেছে কিন্তু এই ছাগল মা তার ছেলে ছানাকে কোলে নিয়ে আদর করতে পারবে?
কোলে নিয়ে আদর করতে না পারলেও পিঠে নিয়ে আদর করতে তো মানা নেই।
১০।
দৃশ্যটা আমার কাছে অপূর্ব লেগেছে আপনাদের কাছে লাগেনি?
১১।
প্রভুর কি রহমত!
মাছ শিকার করে খাওয়ার জন্য তাদের ঠোটকে সৃষ্টি করেছেন শিকারের উপযোগি করে, একটু ভাল করে দেখুন ঠোট দুটো কিভাবে ভেদ করে মাছের পেঠে ঢুকে পড়েছে
১২।
কী! বেকুব হয়ে গেলেন নি?
কোটি মার্কিন ডলার নেই বলে কি আমরা চাদের দেশে যেতে পারিনা!?
বিষয়: বিবিধ
৪১৯৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
০ খেলাটার নাম সাত চারা
০ এটা কি ঘুঘু পাখি না কি কবুতর ?
০ চাঁদে মানুষের গমণ বিশ্বাস হয় না । হলে ৩ জন ছাড়া আরও অনেকের নাম শুনতাম এই গত ৪০-৪৫ বছরে ।
বরাবরের মতই পোস্ট ভাল হয়েছে ।
আপনার মন্তব্যগুলো খুব দারুন
আপনার মন্তব্যগুলো আমার পোষ্টকে ধন্য করে।
আপনার মতো আমারো বিশ্বাস হয় যে চাদে কোন মানুষ যায়নি, এই ধরনের আমার কাছে একটি ছবি আছে কিন্তু এই মুহুর্তে আমি কোথায় রেখেছি পাচ্ছিনা, আশা করি আগামীকাল আপনার জন্য পোষ্ট করবো
ধন্যবাদ আপনাকে আমাকে সালাম দিয়ে দোয়া করার জন্য
চমৎকার সংগ্রহ।
অনেক ধন্যবাদ।।
মন্তব্য করতে লগইন করুন