কিছু কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-১৫

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪২:১৩ সকাল



কিছু কিছু অপরুপ দৃশ্যের সীমা থাকা উচিত

কিন্তু এই ছবির অপরুপ দৃশ্যের তুলনা নেই

০২।



ভালবাসার কুড়ে ঘর, এই ঘরটি যে মানুষটি বানিয়েছেন এই পাখিদের জন্যে তার ঘরও প্রভু বানিয়ে দিক

০৩।



ইচ্ছে করছে এখনই গ্রামে ফিরে যাই এবং মাকে বলি- মা ! কাঁঠাল খাবো

০৪।



বহুত ফাকা ফাকি করে বলেন আপনি একজন ভাল মানুষ,

তই আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন ? এই কবিতাটি পড়েন নাই!

তই আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই কবিতাটির একটি লাইনও আপনি মেনে চলেছেন আজো?

জীবনের এই পর্যায়ে এসেও আপনাকে আবার এই কবিতাটি পড়ার জন্য অনুরোধ করছি এবং সাথে অনুরোধ করছি যাতে একটি লাইন হলেও আপনি আপনার জীবনে অনুধাবন করতে পারেন

০৫।



যেই হোক ভালবাসার জীবন অতুলনীয়

০৬।



আমি লাল টুকটুকে রঙ্গের পেয়ারা পছন্দ করি

০৭।



সম্পূর্ণ একটি প্রাকৃতিক উপাদানে (ডিম) তৈরী ফুল যেটা দেখলে শিল্পীর প্রসংশা করতে হয়।

০৮।



কী অপূর্ব গ্রামের দৃশ্য! অদ্ভোত! অসাধারন!

০৯।



এটা আরো অবাক করা ফটোগ্রাফের তুলা ছবি, মূল পাখি আর পানির প্রতিচ্ছবি ছবির সাথে একবেবারেই একাকার মিশ্রনে অন্যরুপে আবির্ভাব হয়েছে ছবিটি। দারুন!

১০।



অনেকেরই এটা জীবনে দেখা প্রথম ছবি।

মা যেই হোক তার ভালবাসার উদাহারন অতুলনীয় এবং প্রভু প্রদত্ত।

চলুন আমরা মাকে অকৃত্রিম ভালবাসি এবং আজিই মাকে বলি মা! আমাকে ক্ষমা করুন, আমি তোমাকে অনেক ভালবাসি

১১।



আলসেমি যাকে বলে আরকি!

১২।



জীবন সংগ্রামে জয়ী ভাইদের দেখলে নিজেকে এগিয়ে যাওয়ার প্রত্যয় আরো বেড়ে যাই আমাদের

বিষয়: বিবিধ

৩৭৬১ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181678
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০১
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০৩
134290
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : এনামুল মামুন ভাই আপনাকে ধন্যবাদ মন্তব্য প্রদান করে উত্সাহ দেয়ার জন্যTalk to the hand
181692
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ অনেক সুন্দর সংগ্রহ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৭
134302
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকেও অনেক অনেক অনেক ধন্যবাদ
181697
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০০
মোঃজুলফিকার আলী লিখেছেন : ছবিগুলো অনেক সুন্দর লাগলো। ধন্যবাদ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৯
134322
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ধন্যবাদ আপনাকে মন্তব্য প্রদান করে উত্সাহ দেয়ার জন্য
181719
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪১
ইমরান ভাই লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৯
134323
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
181735
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৯
আমি মুসাফির লিখেছেন : অসাধারন সংগ্রহের জন্য অশেষ ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২২
134352
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকেও অশেষ ধন্যবাদ
181737
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৩
বিন হারুন লিখেছেন : Rose Rose অনেক সুন্দর Rose Rose
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩০
134353
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বিন হারুন ভাই আমার জন্য খাছ নিয়তে দোয়া করিয়েন যাতে ঈমানের সাথে ভাল ভাবে শেষ নিশ্বাস ত্যাগ করতে পারি
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩২
134354
বিন হারুন লিখেছেন : হে আমাদের রব আমাদের মু'মিন না বানিয়ে মৃত্যু দিও না.
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪২
134358
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমিন চুম্মা আমিন
181745
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৪
হতভাগা লিখেছেন : ১১নং : এনালগ রিমোট কন্ট্রোল ।

বরাবরের মত ভালই হয়েছে ।

এটা দেখতে পারেন


181760
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৬
মাটিরলাঠি লিখেছেন :
অসম্ভব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।


২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৭
134419
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
181774
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৩
গেরিলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৬
134418
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১০
181789
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শেষটা ভাললাগল বেশি।
আর প্রথমটা দির্ঘশ্বাস ফেললাম। আহারে সবগুলা যদি ফ্রাই করা যাইত।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৬
134417
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনারা ফ্রাই করবেন বলেই তো সব মাছ গুলো ভারতে নিয়ে যায় জেলেরা
১১
181805
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৫
134416
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে আমার চেনা চেনা লাগতেছে
আপনি মনে হয় এসবি ব্লগেও এই নামে ছিলেন
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
১২
181809
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১২
রাইয়ান লিখেছেন : দারুন লাগলো ..... অনেক ধন্যবাদ ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৫
134415
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : রাইয়ান ভাই আপনি কেমন আছেন? আপনার মন্তব্যে আমি বেশ খুশি
১৩
181903
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৯
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল।
১৪
182411
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩১
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ভারী সুন্দর! Thumbs Up Thumbs Up Rose Rose
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৭
134880
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার মন্তব্যে আমাকে আরো এগিয়ে যাওয়ার পথ সুগম করবে, আশা করি আমার সাথেই থাকবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File