কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-০৮

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:০০:২৩ সকাল

০১।



যাক এই বার তাহলে বুঝলাম তাদের শাখা অন্য খানেও আছে

০২।



এই কাজটি যে করেছে সে অবশ্য শিল্পীর ক্ষমতা রাখে

০৩।



নিজেরাই বুঝে লন আমরা কোন ধরনের ভাষা রিহার্সেল করছি

০৪।



এই জিনিষটা ব্লগের কেউ খেয়েছেন কিনা জানিনা, কিন্তু যখন আমার গাছ থেকে এই গুলো কাটতো সর্বপ্রথম আমার জন্য এটা রেখে দিতে হতো

০৫।



০৬।



এই ছবিটি ইন্টারনেটে অনেক বেশি প্রচলিত সাথে একটি গল্প ও বলা হয় যে এই বাইক যে বালকের তিনি ১৯১৪ সালে যুদ্ধে গিয়েছিলেন এবং এই বাইক গাছের পাশেই রেখে গিয়েছেন পরবর্তীতে ঐ বালক আর ফিরে না আসলে এই বাইক কেউ সরায়নি ফলে বাইক ঘিরে গাছ বড় হয়ে গেছে। কিন্তু প্রকৃত ঘটনা সম্পূর্ণ আলাদা এই গাছের নিচে এই বাইক রাখা ছিল তবে কোন বালক যুদ্ধে যায়নি, বাইকের মালিক ঐ জংগলময় এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলে এই বাইক এখানে রয়ে যায়। পড়ে Don Puz নামের এক ব্যক্তি এটি আবিষ্কার করেন।

০৭।



এই জিডাইনটা আমার দারুন লেগেছে

০৮।



আসলে কি আমাদের স্টাইল এই ধরনের হবে?

আমাদের লজ্জা শরম কি হাটুর নীচে নেমে আসবে?

০৯



লাহোরের ন্যাশনাল হকি স্টেডিয়ামে শনিবার ২৯,০৪০ জনের মানব পতাকা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে পাকিস্তান।

১০।



ডেস্ক রিপোর্ট : মায়ানমারের মুসলিম নিধনের জন্য বৌদ্ধ জংগীরা অস্ত্রের ট্টেনিং নিচ্ছে । অথচ, সারা বিশ্বের বিশ্বখ্যাত মিডিয়াগুলো তাদের Show করছেনা !!!

অথবা তাদের জংগী বা কোন উগ্রবাদী গুস্টি বলছে না !

মিডিয়া শুধু ইসলামকেই উগ্রবাদী গুস্টি বলে !!!

১১।



কিছু বুঝেছেন মনে হয়,

১২।



গতকাল এনটিভিতে দেখে চোখে জ্বল ধরে রাখতে পারিনি । মনে মনে ঘৃনা জম্মেছিল আমার সন্তানের প্রতি, এরাও কি এই ধরনের সন্তান হবে? যারা উক্ত বৃদ্ধা মাকে ব্রিজের নীচে একা ফেলে পালিয়ে এসেছিল?

মা ! সত্যি আমি তোমাকে ভালবাসি,

তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ মা!

বিষয়: বিবিধ

১৫৮২ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178325
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০৫
রাইয়ান লিখেছেন : কি বলব ! দারুন ভালো লেগেছে ! প্রতিটি ছবিই অনন্য। এত্তগুলো ভালোলাগা জানিয়ে রাখলাম ..... Applause Applause Applause
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১২
131373
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার ভাল লেগেছে জেনে সত্যি আমারও ভাল লাগছে
178328
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১৭
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভাইরে ভাই, এগুলা আপনি পাঙ্ক কই? মজা লাগে চুক চুক
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২২
131374
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাদের ভাল লাগে বলে কিছু কিছু একান্ত কষ্ট করে খুজে ফিরি, কিছু নিই ফেইজবুক কিছু নিই বিভিন্ন সাইট থেকে
তবে উপরোল্লিখিত প্রথম ছবি গুলো নিয়েছি আমাদের ব্লগবাড়ির আরিফুল ইসলামের ফেইজবুক থেকে
178343
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২১
হতভাগা লিখেছেন : শেষের ছবিটা নিয়ে সবাই অনেক আবেগঘন কথা বলে । বলে বলে ছেলেদের এক হাত না , হাজার হাত নেয় ।

এসব ব্যাপারে ছেলেদেরকে দোষারোপ দিয়েই শেষ হয় তাদের দায়িত্ব ।

কিন্তু ডিপলি কেউ চিন্তা করে না কেন এমন হয় ? কেন যে ছেলেকে মা এত আদর যত্ন করে কোলে পিঠে মানুষ করেছে সে এতটা কুলাঙ্গার হয়ে গেল ?
এমন কি যে মা এখানে ভিকটিম সেও বলে না তার কি ধারনা যে তার আদরের ছেলেরা কেন এমন হয়ে গেল ?

কারণ এতে কেঁচো খুঁড়তে গেলে অজগর বের হয়ে আসবে ।

সিংহভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে ছেলের বউদের কারণেই তার আদরের ছেলেরা এমন হয়ে গেছে ।

বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ নিলেই জানা যাবে । স্টার জলঝার আঁচল নাটকটি এখানে স্নর্তব্য ।

এরকম ছেলেদেরকে এখানে অনেকেই বলবেন স্ত্রৈন , কুলাঙ্গার । কিন্তু স্মরণ রাখা উচিত ছেলেদেরকে আইনের বিভিন্ন মার প্যাঁচে ফেলে হাত পা বেঁধে রাখার ব্যবস্থা করা আছে আমাদের এই সমাজেই ইসলামী শরিয়তের বিপরীতে ।

স্ত্রীরা কখনই তাদের শাশুড়িকে সহ্য করতে পারে না - এটা ধ্রুব সত্য । ফলে স্বামীকে বিভিন্নভাবে বাটে ফেলে ছেলের সাথে মায়ের একটা এন্টি এন্টি পরিবেশ করে রাখে । সংসার রক্ষার্থে এবং সামাজিক মান সন্মানের ভয়ে ছেলে ( এবং পরোক্ষভাবে মা ও) তার বুকে পাথর বেঁধে এরকম ঘৃন্য কাজ করতে বাধ্য হয় ।

ইসলামে বৃদ্ধাশ্রমের কোন জায়গা নেই ।

''রাব্বির 'হামহুমা কামা রাব্বাইয়ানি ছোয়াগিরা '' এটা আল-ক্বুরআনে আল্লাহ বলে দিয়েছেন ।

ইসলামে বলা নেই যে স্ত্রী কর্তৃত্ব করবে স্বামীর উপর ।

ইসলামে বলা নেই যে ২য় বিয়ে করতে গেলে স্বামীর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে

ইসলামে বলা নেই যে একটা বিশেষ পর্যায়ে গিয়ে স্বামী স্ত্রীকে প্রহার করলে তার বিরুদ্ধে স্ত্রী মামলা করবে ।


আজ যে মেয়ের কারণে তার স্বামী তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে , তার এই চিন্তা করা উচিত যে ঐ দিকে তার ভাবীও একই ভাবে ব্যাট চালাতে পারে তার বাবা মায়ের উপর অথবা তার বৌমাও এক সময়ে তার মত তুখোড় ব্যাটস্‌ম্যান হয়ে উঠতে পারে ।





এসব কথা না বলে সমস্যার মূলে যাওয়া উচিত । না হলে এরকম ঘটনা আরও ঘটতে থাকবে , আর আমরাও '' মা তোমাকে ভালবাসি , ক্ষমা করে দিও ''এরকম কথা বলেই দায়িত্ব পালন করে যাব ।

মেয়েদের ইভ টিজিং হওয়া নিয়ে ছেলেদেরকে শুধরানোর জন্য অনেক ধরনের ছবক শুনিয়ে যেমন সভা সমাবেশ করা হয় , তেমনি স্বামীর বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো এবং সংসারে অশান্তি সৃষ্টি করে এডাম টিজিং এর জন্য মেয়েদেরকেও শুধরানোর জন্য এরকম আয়োজন করা উচিত ।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৪
131400
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :
সিংহভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে ছেলের বউদের কারণেই তার আদরের ছেলেরা এমন হয়ে গেছে

আসলে ছেলের কিছু দায়িত্ব আছে আর সেটা হলো- বউকে তার মেয়ের বিরুদ্ধে কথা বলার সুযোগ না দেয়া, কোন ক্ষেত্রেই মায়ের কর্তৃত্ব ছাড়া অন্য কারোর কর্তৃত্বের সুযোগ না থাকা,
আপনি যে কথা গুলো সে রকম অনেক উচ্চ পরিবারেও দেখা মিলে, যেটা আমি ছবির মাধ্যমে দেখায়েছি সেটা অনেক পরিবারে গড়তেছে বা আরো বেশি গড়বে
বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার জন্য সরকার উত্সাহওটা কম নয়, সরকার একবার বলেছিল আমরা প্রতি জেলায় আরো উন্নত বৃদ্ধাশ্রম বানাবো-
..........
মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার সম্পূর্ণ হাত থাকে পূত্র বধুর, কারন সে কথনো চাইবেনা শাশুড়ীর হাতে সংসার ন্যস্ত থাকুক , কারন সে সম্পূর্ণ পরের মেয়ে, এটা প্রত্যেক পুত্রকে বুঝতে হবে।
...............
178347
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৪
পবিত্র লিখেছেন : সবকটি ছবি ভালো লাগলো। Happy
তবে শেষের ছবি দেখে মনটা খারাপ হয়ে গেল। Sad Sad
দুদিন আগেও এক ব্লগার এ নিয়ে পোস্ট দিয়েছিল। Rolling Eyes
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৮
131410
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হ্যা আমিও পড়েছিলাম সেই ব্লগটা কিন্তু এতটা গুরুত্ব দিইনি, যখন গতকাল এনটিভিতে সরাসরি তাকে দেখলাম সাস্থ্য কমপ্লেক্সে একটি সাক্ষাত্কার নেয়া হয়েছে সাথে একটি গান শুনে মনটা একেবারেই কেদে গেলো- সেই বৃদ্ধাশ্রমের গানটি
178355
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৮
বিন হারুন লিখেছেন : Rose Rose ভালো লাগলো Rose Rose
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩০
131415
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদGood Luck Good Luck Good Luck
178357
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০২
দ্য স্লেভ লিখেছেন : শেষের ছবিটায় মনটা খারাপ হয়ে গেল.....আপনি রিমিক্স ছবি না দিয়ে একই ইমোশসের ছবি দিলে মন্তব্য করতে সুবিধা হয়
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৯
131414
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : কিছু ছবি আনন্দের কিছু ছবি ব্যদনার, কিছু ছবি শিক্ষনীয়
178358
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৩
ইমরান ভাই লিখেছেন : Day Dreaming Day Dreamingআপনার ৭ নাম্বার ছবিটার পরবর্তী ভার্সন দেখুন Tongue Tongue


Loser Loser Not Listening Not Listening It Wasn't Me! It Wasn't Me!

এই ছবিটাও কিন্তু অসম আপনার পোস্টের সাথে। ছবিটার নাম বাশওমেন। Don't Tell Anyone Don't Tell Anyone



Wave Wave Wave Wave
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৭
131413
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/
178418
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৪
সিটিজি৪বিডি লিখেছেন : সুন্দর কালেকশন।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৪
131489
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ধন্যবাদ আপনাকে
আপনি এসবি ব্লগেও সিটিজি৪বিডি নামে ছিলেন তাইনা?
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৭
131569
সিটিজি৪বিডি লিখেছেন : এই নামে আমি আরো ব্লগে লিখে আসছি।
178519
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
টয়লেট লীগ এবং মাইরের ভাষা দুইটা সেরা।
ভালো লাগলো
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০০
131778
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য প্রকাশ করে আমাকে উত্সাহ দেয়ার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File