কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-০৬

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৩৫:১৭ সকাল

০১।



মূর্খ আর কাকে বলে, বাপ মা জায়গা জমিন বিক্রি করে তাকে পড়াতে পাঠায়েছিল বিশ্ববিদ্যালয়ে সে পালন করছে বিশ্বভালবাসা দিবসে প্রেমিকা না পাওয়ায় ধর্মঘট,

ধর্মঘটের নামশুদ্ধ গন্ধ লাগিয়ে দিলো এ শিক্ষিত যুবকরা

০২।



সাবধান ভালবেসে বিয়ে করলে ব্‌উ কিন্তু তোমাকে অ আ ই ঈ পড়াবে

...



বিশ্বভালবাসা দিবসে শাহজালাল ও প্রযুক্তি বিশ্ববিশ্ববিদ্যালয়ে প্রেম বিরুধী লুঙ্গি মিছিল ও মিছিল শেষে জিলাপীও বিতরন করেছে ব্যচেলর শিক্ষার্থীরা,

এতে প্রেম বিরুধী ও লুঙ্গির সাথে সম্পর্কটা কি বুঝতে পারলাম না,

শিক্ষিত যুকবরা দিনে দিনে অশিক্ষিত হয়ে যাচ্ছে দেখছি

....



বিশ্বভালবাসা দিবসে বিশ্বভালবাসা বিরুধী মিছিল করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের - চিরকুমার সংঘ

তারা লেখেছে "প্রলোভন দেখাবেন না প্লিজ , কারন আমি চিরকুমার"

০৩।







এই ছবিটি আমাকে ভাবিয়ে তুলেছে, জানতে ইচ্ছে করছে মানুষটা আসলে কে?

আপনাদের যদি কোন রকম ধারনা থাকে তাহলে জানালে কৃতার্থ থাকবো

০৪।



ছোট বেলায় নাট্টু খেলতেন কে কে?

০৫।



এখনো মানুষের মাথা গুজার টায় নেই, এখনো মানুষ তার মাথায় বালিশের বদলে কুকুরের গাত্র রেখে ঘুমায়,

তাহলে কী করে বলবে বাংলাদেশের মানুষ খুবই সুখে দিনাপাত করছে

কী করে বলবে ২০২১ সালে দেশ ধনী হবে

০৬।



মনে হয় ছেলেটিকে ফেইজবুক থেকে ডাউনলোড করছে তার মা

০৭।



জাপানে ভুমিকম্প কালীন সময়ে ভয়ে আতঙ্কিত হয়ে এ ভাবেই পান্ডাটি পুলিশের পা জড়িয়ে ধরে।

০৮।



যে তোমাকে ঘৃনা করে তার জন্য দরজায় বসে থাকবে কেন, তুমিও তাকে ঘৃনা কর,

যে তোমাকে বাদ দিয়ে অন্যকে ভালবাসছে তার জন্য কেন মৃত্যুর মুখে পতিত হবে তার নামশুদ্ধ আগুনে পুড়িয়ে দাও,

তাই তোমার প্রাণের দিকে দরজার লক থাকলে তোমার দিকেও একটি লক আছে সেটা লক করে তুমিও চলে আসতে পারো

০৯।



আল্লাহ মহান। দেখুন কিভাবে মানুষটি বেচে আছে!!

আসবে পথে বাধা নেমে...তাই বলে কি রইব থেমে??

নিচের পিকচারটা তারই একা উদাহরন।

১০।



বৃষ্টির মধ্যে তিনজন ভাই নামাজ আদায় করছিলেন, তা দেখে একজন অমুসলিম এসে তার ছাতাটি ধরেন তাদের উপর, বৃষ্টির পানি থেকে রক্ষা করবার জন্য।

ঘটনাটি আমেরিকার ইউনিভারসিটি অব ক্যালিফোর্নিয়ার , আল্লাহ এই ভাইকে হেদায়েত দান করুন আমীন ।

বিষয়: বিবিধ

২৮৯২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177203
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৭
নিস্পাপ লিখেছেন : ভাইরে কি দেখাইলেন ! ! টাসকি খাইলাম।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৪১
130341
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : জীবনে অনেক কিছুই আপনার দেখার বাকী আছে
আপনি যেহুতু নিষ্পাপ সেহেতু আপনার পথ খুবই কঠিন হবে
চোখ খোলা রাখলে সামনে দেখবেন পাপ আর পাপ,
চোখ বন্ধ রাখলে দেখবেন সামনের পিলারের সাথে ধাক্কা খেয়ে মাথাটাই পাটাবেন
এই আর কি?
নিষ্পাপ থাকাটা খুবই দায় ভাই
177204
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৪২
শিকারিমন লিখেছেন : চমত্কার !! ভালই দেখাইলেন। Rolling on the Floor Time Out Time Out
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৪
130342
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য প্রদানের জন্য
177219
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৬
আবু আশফাক লিখেছেন : চমত্কার সব ছবি অার দারুণ বর্ণনা !!
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২০
130362
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আস্সালামু আলাইকুম আবু আশফাক ভাই
আমি আপনাকে চিনতে পেরেছি কেবল আপনার প্রোফাইল ছবি দেখে
আপনি কি এই ছবি দিয়ে এসবি ব্লগে ছিলেন
আর আমি ছিলাম মোহাম্মদ ওমর ফারুক পরবী নামে
177225
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৪
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আপনার সর্বশেষ ছবিটি সবচেয়ে ভালো লেগেছে। আর ৩ নঙ ছবিএ বিষয়ে নয়াদিগন্তের সাপ্তাহিক ম্যাগাজিন অবকাশে একবার কাভার পেইজ হয়েছিলো। সেখানে দেখেছিলাম লোকটা কতটা খারাপ। নেশাখোর এবং স্বেচ্ছায় ট্রেনে নিজের পা দিয়ে ভিক্ষা করে। এর বিষেয় বিস্তারিত লিখতে গেলে বিশাল পোষ্ট হবে। চরম নেশাখোর।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪১
130377
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার মন্তব্য এবং উত্তরটা পেয়ে নিজেকে খুব ভাল লাগলো, আমার মনে নেশার টাকা জুগাড় করতে তার এই প্রচেষ্টা,
দেখে মনে হয় অনেক শিক্ষিত কিন্তু ভিক্ষুক নয়,
177262
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
বৃত্তের বাইরে লিখেছেন : ভালো লাগলো Good Luck Rose Star
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
130401
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য প্রদান করে উত্সাহ দেয়ার জন্য
177266
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রথম ছবিগুলি না দিলেই হইত। বাপের কষ্টের পয়সা যারা নষ্ট করে তারা দেশকে কি দেবে?
বাকিগুলির জন্য ধন্যবাদ।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৯
130432
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমি প্রথম ছবিটা দিয়ে প্রমান করতে চাইছি দেশের বড় বিশ্ববিদ্যালয়ের বড় শিক্ষিত যুবকরা এখন বড় মূর্খের বেশ ধানর করেছে,
যারা দেশকে নিয়ে চিন্তা করবে, যারা তার কষ্টে উপার্যিত মাবাবার স্বপ্নকে বাস্তবায়ন করবে তারা যদি পাগলামি করে কেবল মেয়েদের পিছনে ছুটে তাহলে অন্যরা যাবে কোথায় ?
177293
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২০
আব্দুল গাফফার লিখেছেন : জটিল Applause অনেক ধন্যবাদ
১৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৯
130433
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File