আমার সোনার বাংলা গ্রামের কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-০৫
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪৯:৫৯ সকাল
০১।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
০২।
আমার সোনার বাংলা গ্রামের একটি মাছ কি অপূর্ব তাইনা!
০৩।
আমার সোনার বাংলা গ্রাম যেহেতু প্রাকৃতিতে ভরা, সেহেতু সেখানে ছোট বাচ্চারা প্রকৃতির সাথে এই ভাবেই খেলবে স্বভাবিক
০৪।
আমার সোনার বাংলার রিজিক তালাশে ব্যস্ত গ্রামের মানুষরা
০৫।
কৃষক ভাইরা সকাল হলে হালের গরু নিয়ে রিজিক তালাশে ঘর থেকে বেরিয়ে পড়েন
০৬।
আমার সোনার বাংলার ছোট বাচ্চারাও বসে নেই রিজিক তালাশের
০৭।
অপরুপ সৌন্দর্যে ভরা আমাদের সোনার বাংলা
০৮।
গ্রামের মানুষরা আক্রান্ত পরিশ্রম করে সংসার চালায়,
তাই তার ছেলেরাও সেদিকে একটু চেষ্টা করবে স্বভাবিক
০৯।
সোনার শিশুরা প্রকৃতি নিয়ে খেলায় মত্ত
১০।
আমাদের গাড়ীও হচ্ছে প্রকৃতির লীলা
১১।
কিছু বলতে পারছিনে
১২।
আমাদের কষ্ট কি সরকারের মানুষরা উপলদ্ধি করে?
করলেও কি কিছু করার আছে?
বিষয়: বিবিধ
৮২০৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার সোনার বাংলা গ্রামটা কোথায় ভাই?
আমার নিজ গ্রামের ছবি কয়েক দিনের মধ্যে তুলে ধরবো এই ব্লগে ইনশা আল্লাহ
মন্তব্য করতে লগইন করুন