যেন কাক আর শুকুন উড়ে আসার বাকী আমার দেহের উপর

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৯:০০ সকাল



প্রাণের

ভেবেছিলেম, আমার অপারেশনের ব্যথাটা মোটেই আমার শরীরে কার্যকর হবেনা,

বিরহ নির্যাতনের ব্যথা আর অপারেশনের জ্বালাময় ব্যথা এক হয়ে আমাকে আরো বেশি মৃত্যুর দোয়ারে টেলে দিয়েছে,

এই যে দেখ, অনেক দিন তোমার প্রতি কোন কলাম লেখতে পারিনি,

তোমার প্রতি বিন্দুমাত্র ভালবাসা দেখাতে পারিনি

প্রাণের,

ভেবেছিলেম, ভালবাসার ব্যথার কাছে অপারেশনের ব্যথাটা কিছুই না,

দুটো ব্যথা এক হয়ে আমার বিছানা আর এক পাত্র খাবার ক্রেড়ে নিয়েছে সন্ত্রাসী আর ছিনতাইকারীর মতো



বাম পাশে যখন একটু ঘুমাতে চেষ্টা করি তখন ঘুম ভেঙ্গে যায় আমার প্রিয়তমার কথা মনে পড়ে

আর যখন ডান পাশে শুয়ে একটু ঘুমাবার চেষ্টায় লিপ্ত থাকি তখন অপারেশনের যন্ত্রনায় আর সহ্য হয়না প্রিয়তমা!

প্রাণের,

এখন নতুন আরেকটা যন্ত্রনা যুক্ত হয়েছে,

এক গ্লাস পানি যখন পান করে তৃঞ্চা মেটাতে চেষ্টা করি, তখন আমার কন্ঠনালী আমার সেই এক গ্লাস পানি রুদ্ধ করে আটকিয়ে ধরে রাখে,

এক গ্লাস পানি আমার যেখানে স্থান পাওয়ার কথা না, সেখানে এক মোঠো ভাত কিভাবে স্থান পাবে প্রাণের!

প্রাণের,

এই যে নিতর দেহ পড়ে আছে আমার,

যেন কাক আর শুকুন উড়ে আসার বাকী আমার দেহের উপর,

নিঃশ্বাস উঠা নামা করছে, আর খুজছে কেবল তোমাকে

আমার দেহ তোমাকে ছাড়া নিঃশ্বাস কিছুতেই নিতে পারছেনা প্রাণের প্রিয়তমা!



বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174505
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪২
বিন হারুন লিখেছেন : ডেফোডিল ভাইয়ের জন্য ব্লগ-পাড়ার ডাক্তারদের পরামর্শ কামনা করছি.
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৬
127780
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার জন্য সু কামনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File