কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-০৪
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২৭ জানুয়ারি, ২০১৪, ১০:৩৮:৩০ সকাল
০১।
সামনে দাত নেই তাই তুথ পেষ্টের মাঝ খানের জিনিস গুলো রেখে লাভ কি?
০২।
ভালবাসার মানুষকে বাইকের পিছনে নায়কের স্টাইলে চড়ানোর সখটা কি বুঝছেন আশা করি
০৩।
টিশার্টের সাইজ যারা বুঝেন না তারা একটু প্রার্থক্য করে বুঝে নিন তিন সাইজের নাম
০৪।
একেবারেই ১০০% খাটি কথা, বাপকা বেটা
০৫।
যারা চাকরী করতেছেন তাদেরকে বুঝাতে হবেনা ছবিটা কতখানি সত্য
০৬।
একেবারেই শিশু, শিশুটির নামকি এক সেকেন্ডে বলে ফেলুন!
০৭।
ছবিটা কোন স্টাইলে একটু বল্লে খুশি হবো,
০৮।
হাত দিয়ে কিছু শীল্পকর্ম আপনাদের ভাল লাগতে পারে
০৯।
কী অদ্ভুদ পকেট মার!
১০।
আমি মনে করি আমি সবচেয়ে বড় কষ্টে আছি, কিন্তু আমি নীচের দিকে দেখিনা যে পৃথিবীতে আমার চেয়ে অনেক বেশি কষ্টে আছে ,
যখন এহেন কষ্ট গুলো দেখি তখন নিজেকে সত্যিই সুখি মনে হয়
১১।
কিছু বুঝে থাকলে বলিয়েন
বিষয়: বিবিধ
৪২২১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ মন্তব্য প্রদানের জন্য
এস.বিতে ও মনে হয় আপনার ছবি পেতাম. তবে নামের সাথে ড়েফোড়িলটা মনে পড়ছে না.
মোহাম্মদ ওমর ফারুক পরবী,
কিন্তু এখানে পরবী নামে এন্ট্রি করলে লগিনটা না হওয়াতে পরে অন্য নাম ডেফোডিল নাম দিয়ে আবার ইন্ট্রি করতে হয়েছে,
এই কথা সত্যি যে এসবি ব্লগের মতো কোন ব্লগই আমার মন জয় করতে পারেনি, ওটা বন্ধ হয়ে যাওয়ার পর, আমি পাগলের মতো এই ধরনের ব্লগ খুজতে খুজতে হয়রান হয়েগেছিলাম, পরে উক্ত ব্লগের সন্ধ্যান পেলাম, যেখানে এসবি ব্লগের অনেকই আছে দেখতে পারছি
তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে চেনতে পারার জন্য,
আমি আপনাকে চিনতে পেরেছি কেবল আপনার প্রোফাইল ছবি দেখে
আপনি কি এই ছবি দিয়ে এসবি ব্লগে ছিলেন
আর আমি ছিলাম মোহাম্মদ ওমর ফারুক পরবী নামে
মন্তব্য করতে লগইন করুন