প্রাণের, আমার সাকারাতের কোন সংজ্ঞা নেই

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২৬ জানুয়ারি, ২০১৪, ১০:১২:১১ সকাল



প্রানের,

আমার বিরহতার কোন সীমা পরিসীমা নেই,

চৌদ্দিকে নিজেকে খুবই অসহায় লাগছে,

রাত গভীর থেকে গভীর হতে চলেছে, শুকনো পাতারা মর্মর ধ্বনিতে আওয়াজ করছে, আর এই দিকে আমি করছি মৃত্যুর প্রার্থনা, মৃত্যু যন্ত্রনা যেন আর সহ্য হয়না আমার।


প্রাণের,

আমার সাকারাতের কোন সংজ্ঞা নেই

আমি বুঝাতে পারছিনে- আমি কিভাবে আমার মৃত্যু যন্ত্রনায় ছটপট করে প্রতি মুহুর্তে আমি মরছি তোমার জন্যে।

মুমূর্ষ সাকারাত কবলিত রোগীদের কেন বার বার পানি পান করানো হয় এখন আমি বুঝছি,

একটি সেকেন্ড একটি মুহুর্ত আমার কাছ থেকে বিদায় নিচ্ছে আমার বুকে তীর নিক্ষেপ করে।

প্রাণের,

আমার চোখ থেকে এই মুহুর্তে পানি আর অবশিষ্ট নেই,

বের হচ্ছে কেবলি রক্ত,

দেহ তো এক ফোটা রক্তও নেই প্রানের,


প্রানের,

একাকিত্বটা আমাকে ছিন্নভিন্ন করছে

এক মোঠো ভাত যখন আমার মুখে তুলে নিচ্ছি সেই মুহুর্তেই তোমার কথা মনে পড়লে ভাত গুলো আমার জন্য পোকামাকড়ের মতো মনে হচ্ছে

নিশ্বাস নেওয়ার ক্ষমতা আমি প্রতি রাত থেকে তীলে তীলে হারিয়ে ফেলছি,

প্রানের,

যেখানে একটি ফুলের মতো জীবন তোমার চোখের সামনে তীলে তীলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে- সেখানে বুঝা উচিত তোমার দেয়া আগুনের লেলিহানের তাপটা কতটা ভয়ংকর কাজ করছে

প্রতিশোধের আগুনটা একটু বেশি হয়ে গেলোনা!?


প্রানের,

প্রতিশোধ নেয়ার কাজ তো আমার দ্বারা সংগঠিত হওয়ার কথা না

যে হাত দিয়ে তোমাকে প্রতিটা ঘ্রাস তোমার মুখে তুলে দিতাম তুমি সে নিষ্পাপ হাতকে তোমার দেয়া আগুনে জ্বলছে দিলে?!

যে বুক দিয়ে তোমার বুকের যত ব্যথা চুষে নিতাম সেই এতিম বুককে কিভাবে একাকিত্ব করলে!?


প্রানের,

তোমার দেয়া আগুনে আমি জ্বলছি

পুড়ে পুড়ে কয়লা হয়ে তোমার সামনে ভষ্ম হবো আমি

তুমি দেখবে তখন আমার মতন তোমাকে ভালবাসেনি কেউ

একদিন আমার শুণ্যতা তুমি বুঝবে ক্ষুরে ক্ষুরে,

তখন চৌদ্দিকে কেদে কেদে খুজে ফিরবে,

কিন্তু আমাকে আর ফিরে পাবেনা তোমার পাশে প্রিয়তমা।


বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167770
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৫
আলোকিত ভোর লিখেছেন : পিলাচ
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৫
121682
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : বেচে থাকার উত্সাহটা দিলে ভাল হতো,
এই বিরহভরা লেখা অন্য কোন লেখক থেকে নেয়া নয়
এটা স্রেপ আমার ব্যক্তিগত চরমবিরহতার চিত্র তুলে ধরেছি
যা আমার জীবনে প্রতি রাতই ঘটছে
আমি ১ মাস যাতব নির্ঘুম একাকিত্ব জীবনের প্রতি হতাশায় ভুগছি, ধীরে ধীরে আমি মৃত্যুর দিকে ঝুকছি, জানিনা আমার কখন মৃত্যু হবো,
যাস্ট, আমার দুঃখ গুলো বলে ব্যথাগুলো হালকা করলাম
এই ছাড়া আর কিছু নয় ভাই
দোয়া করিয়েন
167786
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৬
মোঃজুলফিকার আলী লিখেছেন : হৃদয়ের জোড়ালো আবেগ ঢের টের পাওয়া যায়। তবে বেশী আবেগী হওয়া ভাল নয়। বেশী আবেগময়ী হলে আবার মৃত্যুর দিকে যেন ছুটে না যাই। তবে লেখা সুন্দর। ধন্যবাদ।
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৫
121684
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ব্যথাভরা লেখা সুন্দরের কোন দাম নেই, এই লেখা গুলো মৃত্যু থেকে বাচাতে পারেনা, তবে উত্সাহ দিতে পারে,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ বেচে থাকার উত্সাহ দেয়ার জন্য
167806
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৭
প্রিন্সিপাল লিখেছেন : অনেকেই আমরা ধরাটাকে অতি ছোট মনে করি, চোখ খোলে দেখি না যে, ধরাটি কত বড়।
আকাশটার দিকে তাকালেই কিন্তু তার উদারতা দেখলেই আমাদের ভবিষ্যতের উজ্জলতার দিকে টেনে নিয়ে যাবে।

আমার খেলা: (হতাশাকে না বলুন) পড়ুন উপকার পাবেন বলে আশা রাখি।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩১
121744
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে হাজার হাজার ধন্যবাদ ভাই,
আমার কষ্ট উপলোদ্ধি করে বেচে থাকার উত্সাহ দেয়ার জন্য
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১২
121748
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ।
167847
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৩
মোঃ ফজলে রাব্বী লিখেছেন : ব্লগার রাজিব হত্যা: ৭ ছাত্রসহ ৮জনের বিরুদ্ধে অভিযোগ চুড়ান্......
বিস্তারিত পড়ুন
Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File