কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-০২
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ০৮ জানুয়ারি, ২০১৪, ০৩:৪৩:৩২ দুপুর
০১।
গরুটা কি জানে সে কাকে খুশি মনে খাচ্ছে?
০২।
আহা কি সুন্দর আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য!!!
০৩।
সব মানুষদের কাছ থেকে কিছু কিনতে গেলে দরদাম করা ঠিক নয়
০৪।
মাদার তেরেসার যৌবতী কালের দূর্লভ ছবি
০৫।
চীনে ক্লাসে পড়ার সময় পড়াশুনায় অধিক আগ্রহ ও মনোযোগ সৃষ্টিতে ক্লাসেই ২০ মিনিট ঘুমানোর সুযোগ দেওয়া হয়... আর আমাদের, এক স্যার ক্লাস থেকে না যাইতেই আরেক স্যার এসে দরজায় দাড়িয়ে থাকে !!!
০৬।
কিছু বলার প্রশ্নই আসেনা
০৭।
সত্যি চমৎকার এবং দুর্লভ এক ঝর্না
০৮।
যারা এই শীতে ঘুম থেকে উঠতে চায়না, তাদের জন্যই শিক্ষনীয় ছবি
০৯।
এরা আমাদের মত লেখা পরা করার মত সুযোগ হয়ত পাইনি বলে আজকে রাস্তায়...!! আপনি এদের চেয়ে কত টা ভালো আছেন...?? একবার হলেও আল্লাহ্র কাছে শুক্রিয়া আদায় করুন...!
১০।
কিছু লেখার দরকার নেই
১১।
যেখানে থাকুন নামাজের সাথে থাকুন
১২।
আমার খুব কান্না হয়, আমার সব আছে কিন্তু একটি ফুটফুটে দুষ্ট বাচ্চা নেই
বিষয়: বিবিধ
৪২৭৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেষের এই লাইনটা খুব হৃদয় বিদারক। আমারো একই অবস্থা। আল্লাহ আমাদের ব্যাবস্থা তারাতারি করুন আমিন।
"রাব্বি হাবলী মিল্লাদুনকা জুররিয়াতাত তাইয়্যিবা। ইন্নাকা সামিউদদুআ'"
একটি মাত্র সন্তানের জন্য কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এখনো একটি সন্তানের মুখ দেখতে পারছিনা, আল্লাহর কাছে মোনাজাত করছি যাতে আমার ঘর খানাকে উজ্বল আর হাসিময় করে দেয়
সুরা মুলক, আয়াত ২
"যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন-কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়।"
আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন তাই ধয্য ধরুন ইনশাআল্লাহ ফল পাবেনই।
এই দুআ'টি বেশি বেশি পড়ুন। যাকারিয়া (আ) আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য এই দুআ' করেছিলেন।
আর দুস্টু কিন্তু শান্ত নেক সন্তান চাই।
@শেখের পোলা, আপাতত তাই চলছে কিন্তু দুধের স্বাদ কি ঘোলে মেটে
@ফারুক ভাই, আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমিন।
এটাত সীমাহীন দোয়া, না ভাই একটাই যেখানে পাচ্ছিনা সেখানে একডজনের আশা কিভাবে করতে পারি?, তাছাড়া সারাক্ষনই মারামারিতে অস্থির করে তুলবে আমার ঘর,
কারো নাই কারো থেকেও কাছে নাই।
কত যন্ত্রনার তা শুধু আল্লাহতায়ালাই জানেন।
ভালবাসা তিন ধরনের, একটা হলো মাতাপিতার প্রতি ভাল বাসা, আরেকটা হলো স্ত্রীর প্রতি ভালবাসা, অন্যটা হলো ফুটফুটে দুষ্ট সন্তানের প্রতি ভালবাসা,এই তিন ধরনের ভালবাসা কেউ কাউকে পুরন করতে সাহার্য্য করেনা, অর্থ্যাত মাতাপিতার ভালবাসা স্ত্রীকে দিলে হবেনা, স্ত্রীর ভালবাসা মাতাপিতাকে দিলে হবেনা, সন্তানের ভালবাসা উপরোক্ত দুইজনকেও দিলে হবেনা,
মন্তব্য করতে লগইন করুন