পরলোকে ভালুকা বিএনপির প্রাণ পুরুষ-আমানউল্যাহ চৌধুরী

লিখেছেন লিখেছেন হাসনাতের ব্লগ ১২ জুন, ২০১৪, ১২:২০:৩৯ রাত



গত ৭ জুন (২০১৪) মধ্যরাতে আমার এক সহকর্মী আমাকে জানাল, আজ আলহাজ্ব আমান উল্যাহ চৌধুরী মৃত্যুবরণ করেছেন। তার কথা শুনেই বুঝতে পারলাম ওনার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে। তাকে ইহজগতে বাঁচিয়ে রাখার সমস্ত প্রচেষ্টাই পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এই নশ্বর জগতে সকল মানুষ মরণশীল। একদিন আমাদের সবাইকে মরতে হবে। সেহিসেবে ৯১ বছর বয়সে তার এই চলে যাওয়া মোটেই অস্বাভাবিক নয়। তবে তার স্ত্রী, পুত্র-কণ্যা, ভ্রাতা-ভগ্নি, পরিবার বা আমরা যারা তাকে ভালবাসি, অবশ্যই চেয়েছি তিনি আরো আমাদের মাঝে বেঁচে থাকুন। কিন্তু সব চাওয়াইতো আর পূরণ হওয়ার নয়।

ভালুকার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্ম নেয়া এই বিএনপি নেতা ছিলেন মুক্তমনা-সংস্কৃতিবান। তিনি আলীগড় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ছিলেন। বাস্তবতার নিরিখে বিচার করলে আমরা দেখতে পাই জনাব আমান উল্লাহ সাহেব সমাজ,পরিবার-পরিজন, আত্মীয়-সজন, দল বা দেশকে যা -দিয়েছেন তারচেয়ে তিনি নিয়েছেন অনেক নগণ্যমাত্র।

তারই প্রচেষ্টায় ভালুকা সরকারি উচ্চবালিকা বিদ্যালয়, উচ্চবালক বিদ্যালয়, হলিমুন্নেছা বালিকা বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি আমাদের মাঝে বেচেঁ থাকবেন অনন্ত কাল। তার প্রিয় রাজনৈতিক দল বিএনপি। ভালুকার সংসদীয় আসনটি বিএনপির জন্য অ-ধরামেওয়া হলেও তারই দক্ষ নেতৃত্বের গুণে ১৯৯১ সালে এটি বিএনপির হস্তগত হয়। এই আসনটি থেকেই তিনি তিন বার জনপ্রতিনিধি হয়ে সংসদে গেছেন, এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছেন। রাজনৈতিক নেতার পরিচয় ছাপিয়েও তার যে পরিচয়টি বড় হয়ে উঠেছিল সেটি হচ্ছে সংস্কৃতিমনা মানুষ ছিলেন। দীর্ঘদিন বুলবুল ললিত কলা একাডেমির (বাফা) সম্পাদকের দায়িত্ব পালন করে তিনি দেশ বরেণ্য সাংস্কৃতি জগতে সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বিতে পরিণত হন।

আজ তিনি আমাদের মাঝে নেই। পরম করুণাময় আল্লাহ তায়ালা তার শোক সন্তপ্ত পরিবারকে অবশ্যই শোক লাঘবের তৌফিক দেবেন। আল্লাহর কাছে প্রার্থনা করি, এই পরোপকারি মানুষটি যেভাবে দেশের এবং দশের উপকার করেছেন- তার বিনিময়ে আল্লাহ যেন তাকে বেহেস্ত নছিব করেন। এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে তার পরিবারকে কথা দিতে পারি আমরা তাকে ভুলবনা। তিনি আমাদের হৃদয়ের মনিকোঠায় বেঁচে থাকবেন যুগ-যুগান্তরে।

বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File