ফেলানির শেষ চিঠি

লিখেছেন লিখেছেন হাসনাতের ব্লগ ০৭ জানুয়ারি, ২০১৪, ০৪:০২:১৩ রাত



আমার এই চিঠি হয়ত কেউ পড়বেনা। তবু লিখছি কেবল নিজের কষ্ট লাঘব করব বলে। গত তিন বছর আগে আজকের এই দিনে ভারতের সীমান্ত পারি দিতে গিয়ে, আমি আজ পরপারের বাসিন্দা। অমিয় যখন আমার নরম বুকটা তপ্ত বুলেটে ঝাঝরা করে তখনও আমি বেচেছিলাম বেশ কিছুটা সময়। কিন্তু তোমরা আমাকে বাচাবার কোন চেষ্টাই করনি। বরং কাটাতারের বেড়ায় আটকে গুলি খাওয়া এই আমি যখন মৃত্যু যন্ত্রনায় কাতর তখন তোমরা অদূরে দাড়িয়ে সে দৃশ্যের মজা নিলে। আর আমি ছটফট করতে করতে দেহ ত্যাগ করলাম।

হায় ভারত তুমি বড়ই ভাগ্যবান। আজ যদি আমি মার্কিন কন্যা হতাম,আমাকে হত্যার দায়ে ওদের নৌবহর এতদিনে ভারত মহাসাগর দখলে নিত। শতসহস্র মিজাইলে ক্ষতবিক্ষত হতে তুমি। যদি আমি চাইনীজ হতাম তোমার অবস্থা বড়ই করুন হত। আমাকে হত্যার প্রতিশোধে ওরা যে অভিযান চালাত,আমি নিশ্চিত এতদিনে তোমার অরুনাচল হারিয়ে বসতে। আমি যদি রাশিয়ান বা ইউরুপীয়ান হতাম তবেও তুমি রক্ষা পেতেনা। তোমার বানিজ্যের অহংকার ওরা ভেঙ্গে চুরমার করত,তোমাকে একঘরে করত। এমনকি আমি যদি কোন পাকিস্থানি হতাম, আমাকে হত্যায় তুমি বিনা প্রতিশোধে পার পেতে না। ওরাও তোমার দেশের দুই একটাকে আমার সঙ্গে পাঠিয়ে দিত। অথত হায়,দেখ আমাকে হত্যার দায়ে তোমার কিছুই হয়নি। কারনটা কিন্তু আমি জানি, কেন তোমার কিছুই হয়নি । আমার দেশের ডাম্প সরকার মনে করে ওদের ক্ষমতায় থাকার লাটাই তোমারই হাতে। ওরা প্রতিবাদ করলে তুমি যদি ক্ষেপে যাও,ওদের ক্ষমতা কেড়ে নিতে কুটচাল চাল,সেই ভয়ে ওরা কিছুই বলে না।আমার মত নস্যিদের জীবন গেলেও ওরা তোমারই জয় গান গায়।

একটা কথা মনে পড়ল তোমায় বলছি, তোমার দেশে কেউ যদি অন্যায় ভাবে পশু হত্যা করে তারও নাকি বিচার হয়। তার মানে দাড়ায় তোমরা পশুকে বড়ই মূল্য দাও। তবে আমার বেলায় এমনটা করলে কেন? আমার হন্তারক অমিয়কে তুমি বেকসুর ঘোষনা করলে। তোমার কি একটি বারও মনে হয়নি ওই অস্রধারী একজন নিরীহ,শান্ত,নিরস্র অসহায় মানব শিশুকে হত্যা করেছে ওর সাজা হওয়া উচিত? না কি আমি বাংলাদেশী বলে আমায় পশুর চেয়েও অধম বলে জ্ঞান কর? অথচ কি অবাক করা ব্যাপার দেখ, এই বাংলাদেশই তোমাকে মাশুল ছাড়া ট্রানজিট দেয়,করিডুর দেয়,পানির ন্যায্য হিস্যা বঞ্চিত হয়েও নিজের নদীতে বাধ দিয়ে তোমার ভারী মাল পরিবহনের ব্যাবস্থা করে,সকল ব্যাবসা, ঠিকাদারী একাই হাতিয়ে নাও। বিনিময়ে ক্ষমতা লোভীদের ক্ষমতা পুক্ত করার গেরান্টি দাও,আন্তর্জাতিক লবির মূলা দেখাও আর আমাদের হত্যার উৎসব কর।

আমার দেশের পচে যাওয়া ক্ষমতা লোভীদের কাছে আমি কিছুই চাই না। কারন ওরা ক্ষমতা দখলের কসরতে মত্ত। আমার মত সহস্র ফেলানি কে হত্যা করলেও ওরা ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাতে পারেনা। আর ভারত তুমিও ক্ষমতার দাপটে অন্ধ ভয়ংকর এক সম্প্রসারন বাদী রাষ্ট্র। তোমার কাছে কোন নেপালী,ভূটানী আর লংকান যেমন তুচ্ছ আমিও তাই । তোমার কাছে অধিকার আর ন্যায্যতা বলে যা কিছু তা কেবল তোমারই প্রাপ্য। পরশি বাড়ির দুর্বলদের ওসব থাকতে নেই। আর তাই তোমার কাছেও কোন সুবিচার আশা করি না। পরপারের অধিবাসী হয়ে আজ আমার যত চাওয়া সব কেবলই বিধাতার কাছে।

বিধাতা তোমায় করজোর মিনতি করে বলছি, আমার দেশের রাজনীতিকদের শেখাও কি ভাবে নিজ দেশের মানুষকে ক্ষমতার চেয়ে অনেক বেশী ভালবাসতে হয়।ক্ষমতার দন্দ্ব থাকলেও জাতীয় স্বার্থে কি ভাব এক কাতারে দাড়াতে হয়,জাতীয় দূর্যোগ মোকাবেলায় ঐক্যের মন্ত্র তুমি তাদের শিক্ষা দাও। আর ক্ষমতার দম্ভে অন্ধ ভারতকে যমন একটি বিশাল ভূখন্ড দিয়েছ,যেমন দিয়েছ বিশাল জনগুষ্ঠি, দিয়েছ বিশ্বয়ম ব্যাবসা আর পারমানবিক শক্তি, এসবের সাথে মিলিয়ে ওকে দাও বিশাল একটা মন,যা থাকলে সে আমার মত ক্ষুদ্রাতি ক্ষুদ্রকে হত্যা করতে পারবে না বা অমিয়র মত হত্যাকারীকে বেকসুর ঘোষনা করবে না। যদি ওতে তোমার সম্মতি না থাকে তবে শেষ কথাটা রাখ।

অটোমান সম্রাজ্য যেমন বিলীন হয়েছে,দুধর্ষ মুঙ্গলদের যেমন বিশ্ব রাজনীতিতে খুজে পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ওদের ভেঙ্গে টুকরু টুকরু করে দাও । পর্শিদের মধ্যে ওদের অবস্থা এমন দুর্বল করো যাতে অন্যায় করবার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলে। আমার চাওয়া কি পূরন হবে বিধাতা? তুমিতো সব পার।।

বিষয়: বিবিধ

১৭১৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159838
০৭ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৫৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7218

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> যমুনার চরে লিখেছেন : কাজটা ভাল করনি খুকুমনি, তুমি কেন অন্যের কাঁটাতারের বেড়া ডিংগাতে গিয়েছিলে?
০৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৩
114348
হতভাগা লিখেছেন : একমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File