জিয়াই প্রথম রাষ্ট্রপতি, দেখুন মুজিবের স্বীকারোক্তি ৷৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৭ এপ্রিল, ২০১৪, ০৯:২০:১১ রাত

স্বাধীনতার পর ১৯৭২ সালে ভারতের কলকাতার বিখ্যাত দৈনিক ‘আনন্দ বাজার পত্রিকার’ আনন্দ পাবলিকেশন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে ‘বাংলা নামে দেশ’ শিরোনামে একটি বই প্রকাশ করে ৷৷ বইটির মুখবন্ধ লিখেন ভারতের তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ৷৷





বইটিতে স্পস্ট লিখা আছে, মুজিব গ্রেপ্তার হবার পর চট্টগ্রাম থেকে মেজর জিয়া অস্থায়ী সরকার গঠন করেন, এবং সেই সরকারের প্রধান (প্রেসিডেন্ট) জিয়া নিজেই ছিলেন ৷৷

বইয়ের সেই অংশ টুকু হুবহু তুলে ধরলাম-

“মুজিব গ্রেফতার ৷৷ সর্বত্র সঙ্গশক্তি প্রায় তছনছ ৷৷ এই শূন্য অবস্থাকে ভরাট করে তোলার জন্যে মেজর জিয়া রবিবার ২৮ মার্চ চট্টগ্রাম রেডিও থেকে অস্থায়ী সরকার ঘোষণা করলেন ৷৷ তার প্রধান তিনি নিজেই”

‘বাংলা নামে দেশ’ । আনন্দ পাবলিশার্স, কলকাতা, ভারত ।



এই বইয়ের মাধ্যমে মুজিবের স্বীকারোক্তি দ্বারাই প্রমাণিত যে, জিয়াই ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার প্রধান বা প্রথম রাষ্ট্রপতি ৷৷

এর পরে আওয়ামীদের আর বিতর্ক করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয়না, কারন তাদের বাবাই স্বীকার করে নিয়েছিল শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ৷৷ শুধু মুজিবই নয় ইন্দিরাও স্বীকার করেছিল ৷৷

আমি আন্তরিক ভাবে ধন্যবাদ দিচ্ছি তারেক রহমানকে, তিনি প্রবাসের অবসর সময়টাকে কাজে লাগাচ্ছেন ৷৷ কিছু গুরুত্বপূর্ন বিষয় জাতির সামনে নিয়ে এসেছেন ৷৷ এইসব বিষয় জাতিকে জানানো অত্যন্ত প্রয়োজন ৷৷

বিষয়: বিবিধ

১৯৫৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204063
০৭ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এসব *লছাল নিয়া কি টানাটানি না করলেই নয়? তারেক চোরা কি কৈলো না কৈলো সেটা নিয়া জাতি মাথা ঘামায় না। সে যে একটা চোর তা প্রমাণ হৈয়া গিয়াছে জাতির সামনে।
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৫
153511
খোয়াব লিখেছেন : জনাব হারাধন সাহেব, আপনি কি একটু ব্যাখ্যা করবেন তারেক কিভাবে চোর প্রমানিত হইল? দীর্ঘ ৯ বৎসর যাবত আপনার আম্মাজান ও আপনার মায়েরপেটের খালাত ভাইগং তাহা প্রমানে ব্যকুল হওয়া সত্ত্বেও তাহার অন্তরমহলের কোন পশম স্পর্শ করিতে না পারিয়া হাল ছাড়িয়া দিয়াছেন। আর আপনি দেখছি তাহাদের চাইতেও কয়েক ডিগ্রী আগাইয়া রহিয়াছেন!! যতই যাহা বলেন আপনিও তাহাদের মতো কোন পশম স্পর্শ তো দূরের কথা দেখিতে পাওয়ারও সৌভাগ্য হইবে বলে মনে হয় না!! ঐ যে কথাই বলে "হাতি ঘোড়া গেলো তল,, পিপিলিকা বলে কত জল"Rolling on the Floor Rolling on the Floor
204095
০৭ এপ্রিল ২০১৪ রাত ১০:৩১
ফেরারী মন লিখেছেন : আজাইরা তথ্য
204444
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৬
খোয়াব লিখেছেন : সত্য কোন দিন চাপা থাকে না। সত্য প্রকাশের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File