আজ ৬ এপ্রিল ঐতিহাসিক লংমার্চ দিবস !!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৬ এপ্রিল, ২০১৪, ০৫:৩৩:১৩ বিকাল

আজ ৬ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরনীয় দিন ৷৷ ২০১৩ সালের এই দিনে দেশের সর্ব বৃহত অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম সারা দেশ থেকে ঢাকা মুখী লংমার্চ করেছিল ৷৷ সরকারের সর্বমুখী বাধার পরেও সেদিন লক্ষ লক্ষ ইসলাম প্রিয় জনতা ঢাকার উদ্ধেশে লংমার্চ করেছিল ৷৷

সেদিন রাজপথে কোনো গাড়ি ছিলনা, কারন সরকার গাড়ি চলাচলের উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছিল !! সে দিন নদীতে কোনো নৌযান ছিলনা, কারন সরকার নৌরুট গুলোকে ব্লক করে দিয়েছিল ৷৷ সেদিন কোনো রকম ট্রেন চলাচল করেনি, কারন সরকার সেটাও বন্ধ করে দিয়েছিল ৷৷

এত কিছুর পরেও সেদিন বাংলার বীর মুসলিমদের কেউ দমিয়ে রাখতে পারেনি !! সারা দেশের রাজপথ সেদিন হেফাজত সমর্থকদের পদধ্বনিতে কেপে উঠেছিল, সারা ঢাকা শহরের রাজপথ হেফাজতের কর্মী/সমর্থকদের স্লোগানে মুখরত হয়ে গিয়েছিল ৷৷

সেদিনের কথা মনে হলে আজো আনন্দে দু'চোখ দিয়ে অশ্রু চলে আসে ৷৷ নানান প্রতিকুলতার কারনে আজ হেফাজত তুলনামূলক কিছুটা নিস্তেজ, তারপরেও আমরা আশা করি অতি দ্রুতই হেফাজতে ইসলাম নিজের সর্বশক্তি নিয়ে আবার মাঠে ফিরে আসবে অন্যায়ের প্রতিবাদে ৷৷ আল্লাহ যেন আমাদের সহায় হোন এই দুয়ায় করি...৷৷

বিষয়: বিবিধ

১৫৫৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203402
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আবাল দিবস আজ। যত্তসব ফালতু লেখা
203436
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
বাংলাদেশের মুসলমানদের কাছে ৬ই এপ্রিল এক স্মরনিয় দিন হয়ে থাকবে । কারন সেই দিন সারা দেশের মুসলমানরা সেই দ্বীনের সেবকদের সাথে এক হয়ে গিয়েছিল । সেই দিনের সেই মিছিলে ছিল শুধুই মুসলমানদের । সেই মিছিলে ছিল না কোন নাস্তিক , মুরতাদ ও অন্যান্য ধর্মাম্বলীরা । সেদিনের সেই আন্দোলন ছিল শুধুই মুসলমানদের।
203524
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৬
হতভাগা লিখেছেন : ফারাক্কার উদ্দেশ্যে যে লং মার্চ হয়েছিল তার ফলাফল আর হেফাজতের লং মার্চের ফলাফল আপাতত শুন্য ।

কাল পরশু আবার নাকি তিস্তা নিয়ে এরকমই কাহিনী বানানোর ধান্ধা করতে চাইছে ।

এইসব লং মার্চ করে কি কোন লাভ হয় ? বরং যাদের এগেইনস্টে করা হয় তারা এতে আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং মাইরের মাত্রা বাড়িয়ে দেয় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File