গিনেস বুক ওয়ার্ডের ইতিহাস ৷৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৯ মার্চ, ২০১৪, ১১:০৭:৩৮ সকাল
যেই গিনেস বুক রেকর্ড নিয়ে এত মাতামাতি আসুন দেখি সেই গিনেসের ইতিহাস কি ৷৷ গিনেস এক প্রকার মদের নাম !! পশ্চিমা দেশগুলাতে এই মদের খুব কদর ছিল, গিনেস মদের মালিক ছিলেন একজন শিকার সৌখিন মানুষ, সে খুব বেসি পাখি শিকার করত ৷৷ একবার পাখি শিকার করতে গিয়ে তার মন চাইল কোন পাখি সবচেয়ে বেসি দ্রুত গতির সেটা আবিষ্কার করতে ৷৷ তখন সেই মদ ব্যবসায়ী দ্রুত গতির পাখি কোনটি তা আবিষ্কার করেন, এবং এটাকে স্থায়ী ভাবে রাখার জন্য এই সংগ্রহের একটা নাম দেন ৷৷ এবং নামটা দেয়া হয় গিনেস নামক মদের নাম অনুযায়ী ৷৷
কালের পরিক্রমায় গিনেসের সংগ্রহিত রেকর্ড এখন বিশ্ব ব্যাপী সমাদৃত, তবে এখনো তাদের সেই মদের ব্যবসা টিকে আছে !! এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সাথে সাথে গিনেস মদেরও কদর বেড়েছে ৷৷ এই হলো গিনেস বুকের রেকর্ড এর ইতিহাস !!
আর এই গিনেসে নাম লেখানোর জন্যই ৯০ কোটি টাকা খরচ করা হয়েছে ৷৷ তবে এখনো রেকর্ডে নাম লেখানো হয়নি, গিনেস কর্তিপক্ষ যদি মনে করে যথাযথ নিয়ম কানুন মেনে এই অনুষ্ঠান করা হয়েছে তাহলেই কেবল বাংলাদেশ গিনেসে নাম লেখাতে পারবে, এর জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে ৷৷ তাই অযথা ফালাফালি করার কোনো প্রয়োজনই নাই ৷৷
বিষয়: বিবিধ
২১৫৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
গিনেস বুকে নাম উঠুক আর নাই উঠুক পকেটত ভরছে।
মন্তব্য করতে লগইন করুন