নির্বাচনের ফলাফল কে ঠিক করেছে জনগন ? নাকি হাসিনা ?
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৪ মার্চ, ২০১৪, ১২:৫৯:৩১ দুপুর
বিএনপি জোটের কপাল সেদিনই পুড়ে ছিল যেদিন তারা ভালো রেজাল্ট করেছিল ৷ নিয়ম হলো প্রথম দিকে যার অবস্থান ভালো থাকে ধীরে ধীরে তাদের অবস্থান আরো ভালো হয় ৷ কিন্তু বিএনপি জোটের বেলায় হয়েছে তার উলটোটা !! বিএনপি নেতৃত্তাধীন ১৯ দলীয় যত প্রথম ঢালের উপজেলা নির্বাচনে অসম্ভব ভালো রেজাল্ট করে, আর তাতেই আওয়ামীদের মাথায় বাজ (ঠাডা) পরে ৷
দ্বিতীয় টিতে চেষ্টা চালায় কৌশলে, তবে ফায়দা তেমন একটা হয়নি, তৃতীয়টা থেকে হাসিনা কোমর বেধে রাস্তায় নেমে যায় ! লেলেইয়ে দেয় গুন্ডা বাহিনী, ফলে ফলাফল যায় হাসিনার পকেটে !! আর চতুর্থ দফায় হাসিনা তার মনের ইচ্ছার প্রতিফলন ঘটায় ৷ হাসিনা নির্বাচনের আগেই সিদ্ধান্ত নিয়ে নেই কতগুলা সিট নেবে, নির্বাচন কমিশনকে জানিয়ে দেয়া হয় তার টার্গেটের কথা আর সে অনুযায়ী অপদার্থ ইসি কাজ চালিয়ে যায় ৷ ফলাফল যা হবার তাই হয়েছে ৷
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন