টি-টোয়েন্টি বিশ্বকাপ কি বাংলাদেশে হচ্ছে নাকি ইন্ডিয়ায় ?

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৩ মার্চ, ২০১৪, ০৯:৩১:১৬ রাত

ইন্ডিয়ান পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা টি-টোয়েন্টি ২০১৪ উদ্বোধন করার পর প্রথমে স্টেজে আসেন ইন্ডিয়ান অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক ও শিল্পী এ.আর. রহমান, মিঃ রহমান হিন্দি ভাষায় দুটা গান গেয়ে স্টেজ থেকে চলে যান ৷ আসেন ইন্ডিয়ান আরেক অখ্যাত শিল্পী জাবেদ আলী ৷ তারপর আসেন মিসঃ পন্ডিত ৷ তারপর আসেন ইন্ডিয়ান বিখ্যাত প্লেবাক সিঙ্গার উদিত নারায়ণ ৷ তারপর আবার আসেন মিঃ রহমান তিনি বেশকিছুক্ষণ পারফর্ম করার পর আসেন 'জিয়ারে জিয়ারে' খ্যাত শিল্পী নিতেন মোহন, এখন স্টেজে আছেন উদিত নারায়ণ ৷

নিয়ম হলো যেই দেশ টি-টোয়েন্টির আয়োজন করে উদ্বোধনী অনুষ্ঠান থেকে সব গুলা অনুষ্টানই সে দেশের ইতিহাস-ঐতিয্য সংস্কৃতি তুলে ধরা হয় ৷

এবারের টি-টোয়েন্টির আয়োজক হলো বাংলাদেশ, স্বাভাবিক ভাবেই বাংলাদেশের শিল্পীরাই অগ্রাধিকারের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হবার কথা, আমাদের দেশের জাতীয় সঙ্গীত এবং দেশত্ববদক গান দিয়ে সর্বপরি আমাদের দেশের গুনি শিল্পীদের পারফর্ম দিয়ে পুরা অনুষ্ঠান সাজানোর কথা ৷

হ্যা অতিথি শিল্পীরাও পারফর্ম করবে তবে তা অতিথি হিসেবে ৷

আমাদের দেশে আমাদের টেক্সের টাকা খরচ করে অনুষ্ঠান করা হচ্ছে আর সেখানেই কিনা আমাদের দেশের শিল্পীরা রা উপেক্ষিত থেকে যাচ্ছে !!

আমি এখানে ভারতীয় অতিথি শিল্পীদের দোষ দিচ্ছিনা, আয়োজকরা যেভাবে বলছে তারা সেভাবেই করছে ৷ আমি ধিক্কার জানচ্ছি আমাদের দেশের দালালদের প্রতি ৷

বিশেষ কথা হলো ভারতের পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে বসেই অনুষ্ঠান উপভোগ করছেন ৷

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191918
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার মনে হয় বাংলাদেশ ইন্ডিয়ার অঙ্গরাজ্য হয়েগেছে
191922
১৩ মার্চ ২০১৪ রাত ১০:১১
হতভাগা লিখেছেন : এখন গান গাচ্ছে এ.আর.রহমান সাদা পোশাক পড়ে ।

ভাইরে ভীষন বিরক্তিকর লাগতেছে । আমাদের দেশেই তো শুধু খেলা হবে । তাহলে শুধুই অন্যদেশের শিল্পীরা কেন গাইছে ?

আমাদেরকে কি ভারত এরকম সুযোগ দেবে তাদের দেশে ?আমাদের আইকনিক শিল্পীরা কোথায় ? রুনা লায়লা , সাবিনা ইয়াসমিন , সোলস্‌,বাচ্চু --এরা কোথায় ?

দর্শকদের কিন্তু খুব একটা ফোকাস করা হচ্ছে না ।

এখন আবার আসছে জাবেদ আলী ।

কো-আর্টিস্টদের পোশাক আশাক তো .....। আরেকটু হলে মাকস্‌ হয়ে যেত ।

এটা কি বাংলাদেশের অনুষ্ঠান , না কি ভারতীয় শিল্পীদের কনসার্ট ?
191925
১৩ মার্চ ২০১৪ রাত ১০:১৭
সালাহ খান লিখেছেন : দেশ আজ পতিতার কবলে । পতিতাদের একটা স্ট্যাটাস আছে বাট আমাদের হাসু বুবুর কোন স্ট্যাটাস নেই । লিখে কলিজা হালকা করেন এই ছাড়া আর কোন উপায় নেই
192141
১৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছিছি ট্রানসিট দিয়া ফি চান এরকম অসভ্য ছিলেন বলে বড় দাদারা একটু নাচগান করতেসে তাই চিল্লাচ্ছেন। আপনি আনকালচারড।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File