“হাতে বন্দুক তুলে নিতে হবে, বন্দুকের নল হলো ক্ষমতার উত্স, তাই আসুন আমরা হাতে বন্দুক তুলে নেই৷”
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১০ মার্চ, ২০১৪, ০৮:০৯:২৫ রাত
গতরাতে একটা ভারতীয় বাংলা ফিল্ম দেখলাম, ফিল্ম বললে ভুল হবে বলা যায় টেলিফিল্ম । ফিল্মের কাহিনীটা হলো একটা গ্রাম নিয়ে ৷ সরকার সেই গ্রামটাতে একটা পানির ড্যাম তৈরী করতে চায়, কিন্তু গ্রামের জনগন তার বিরোধিতা করে, কারন ড্যাম তৈরী করলে তাদের বসত-বাড়ি সশ্যের জমি এবং আয়ের উত্স নদী হারাতে হবে ৷ সরকার গ্রামে একজন মহিলা অফিসার পাঠান প্রকল্পটির ম্যাপ করার জন্য, মহিলা অফিসারটি গ্রামে এসে গ্রামের মানুষের সাথে মিশে বুজতে পারল এই প্রকল্পটি হলে গ্রামের হাজার হাজার মানুষের সর্বস্য ধংস হয়ে যাবে ৷
শেষে অফিয়াসার সরকারের কাছে প্রকল্প বিরোধী রিপোর্ট পেশ করে, এতে করে তাকে চাকরি হারাতে হয়, কারন সরকার চাইছিল সেখানে প্রকল্পটি বাস্তবায়ন হোক ৷
এইটাই হলো ফিল্মের মূল কাহিনী, তবে ফিল্মটির একেবারে শেষের অংশে দেখানো হয় মাওবাদীরা সে গ্রামে একটা সমাবেশ করে, সে সমাবেশে এক মাওবাদিনেতা ভাষনে বলেন “এই সব প্রকল্প সরকারের ফায়দার জন্য করা হয়, এতে জনগনের কোনো লাভ নেই ৷ গনতন্ত্র হলো বড় লোকের জন্য, গরিবের জন্য কিছুই নেই ৷ সরকার আমাদের সন্ত্রাসী বলুক আর যাই বলুক আমরা জনতার জন্য কাজ করি ৷ এভাবে প্রতিবাদ করলে গ্রাম বাচানো যাবেনা, হাতে বন্দুক তুলে নিতে হবে, বন্দুকের নল হলো ক্ষমতার উত্স, তাই আসুন আমরা হাতে বন্দুক তুলে নেই৷”
ভাষন শেষে সেই সেই মাওবাদীনেতা গ্রামবাসীকে উদ্দশ্য করে বলে উঠল কি আমি ঠিক বলিনি ? তখন গ্রামের লোকেরা এক সাথে বলে উঠলো হ্যা ঠিক বলেছেন ৷
ফিল্মের কাহিনীটা আপনাদের শোনানো আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো ভারতের অভ্যন্তরীণ বিষয়টা আপনাদের বুজানো ৷ একটা ফিল্ম সরাসরি মাওবাদী বিচ্চিন্যতাবাদীদের সমর্থন দিচ্ছে আবার সেই ফিল্মটি সরকারী অনুমতি নিয়ে প্রচার হচ্ছে !!! তার মানে ভারত নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তার দিকে নজর না দিয়ে অন্য দেশে নাক গলাচ্ছে !! আর যদি তাই হয়ে থাকে তাহলে বেশিদিন লাগবেনা ভারত টুকর টুকর হয়ে যেতে ৷
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন