বাংলাদেশের জনগনের কাছে ভারত নয়, পাকিস্তানই বেশি জনপ্রিয় !!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৫ মার্চ, ২০১৪, ০৯:১৭:২৯ রাত

এবারের এশিয়া কাপের খেলার মধ্য দিয়ে বাংলাদেশে ভারত পাকিস্তানের একটা জনপ্রিয়তার পরীক্ষা হয়ে গেছে !! যদিও এইটা খেলা এবং বিনোদনের বিষিয় তারপরেও রাজনৈতিক এবং ইদানিংকালে ভারত পাকিস্তানের বিভিন্য কার্যকলাপের কারনে এর মধ্যেই ভারত পাকিস্তানের জনপ্রিয়তার লড়াই চলেছে ৷

এই সরকার ক্ষমতায় আসর পর থেকেই বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে পাকিস্তান বিরোধিতার প্রচার প্রসার করার চেষ্টা করা হয়েছে/হচ্ছে, বিশেষ করে শাহবাগে যৌন জাগরন শুরু হবার পর থেকে এর মাত্র অনেক গুনে বেড়ে যায় ৷ এছাড়াও শহবাগিরা পাকিস্তানি পণ্য বর্জনের আন্দলন করে, পাকিস্তানি দুতাবাস ঘেরাও করে..ইত্যাদি ইত্যাদি ৷

অন্যদিকে হাসিনা ক্ষমতায় আসবার পর থেকেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ভারতের পক্ষে প্রচার-প্রচারনায় নামে আওয়ামী-বাম সরকার, হাসিনা নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ে ভারতের ...মন্ত্রী ভাবতেই বেশি পছন্দ করেন বলে অনেকের মত আমার কাছেও প্রতিয়মান হয় ৷ আর ভারতের আগ্রাসী ভুমিকা তো চলছেই লাগামহীন ভাবে !!

এত কিছুর পরেও এবারের এশিয়া কাপ খেলায় দেখা গেলো বাংলাদেশের জনগন ভারতের চেয়ে পাকিস্তানকেই বেশি সমর্থন দিচ্ছে ! সমর্থনের চিত্রটা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলাতে যেমন দেখা যাচ্ছে, তেমনি খেলার মাঠেও অস্বাভাবিক ভাবে প্রতিপলিত হচ্ছে !! বাংলাদেশের হাজার জনগনকে দেখা যাচ্ছে তারা পাকিস্তানি পতাকা হাতে নিয়ে, মাথায় বেধে রাস্তায় নিমে উল্লাস করছে !! কথিত চেতনার দিক থেকে দেখলে তা কোনো ভাবেই সম্ভবপর নয়, কিন্তু তাই ঘটেছে !!

ভারতেরও যে সমর্থক ছিলনা তা নয়, তবে তা তুলনা মূলক ভাবে অনেক কম ৷ সব কিছু মিলিয়ে অনেকটাই প্রমাণিত হলো যে, বাংলাদেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম কোনো ভাবেই পাকিস্তান বিমুখী নয়, বরং তারা ভারত বিরোধী ৷ এবং ভারতের অনৈতিক কার্যকলাপের কারনে বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত ভারতের প্রতি ক্ষুব্ধ হচ্ছে, তারা কিছুতেই ভারতের এমন আগ্রাসী ভুমিকাকে সমর্থন দিচ্ছেনা, বরং সুযোগের অপেক্ষায় আছে প্রতিশোধ নেয়ার জন্য ৷

বিষয়: বিবিধ

১০২২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187448
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:৩৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, সহমত পোষন করছি
187556
০৬ মার্চ ২০১৪ রাত ০২:০১
সজল আহমেদ লিখেছেন : চিন্তিত আছি বিষয়টা নিয়ে!
187587
০৬ মার্চ ২০১৪ রাত ০২:৫৪
দ্য স্লেভ লিখেছেন : aita thik . ontoto cricket a pakistan k beshi manush posondo kore

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File