জিএমবির ৩ সদস্য ছিনিয়ে নেয়ার ঘঠনা, এবং কিছু অতি গুরুত্বপূর্ন প্রশ্ন !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২৪:১২ সন্ধ্যা
৩ জন জিএমবি সদস্যকে গাজীপুরের কাসিমপুর কারাগার থেকে ময়মনসিং কারাগারে নেয়ার পথে ত্রিশালে তাদের ছিনিয়ে নেই অন্য জিএমবি সদস্যরা ৷
আমাদের প্রথম প্রশ্ন: তাদেরকে কি কারনে কাসিমপুর কারাগার থেকে ময়মনসিং কারাগারে নেয়া হচ্ছিল ?? আমাদের জানা মতে এমন গুরুত্যপুর্ন আসামীদের এইভাবে কারাগার পরিবর্তনের কোনো আইনগত ভিত্তি নেই, হ্যা কিছু কারন আছে যেগুলা দেখিয়ে নেয়া যেতে পারে, কিন্তু তেমন কিছুই এই ক্ষেত্রে ঘটেনি ৷
দ্বিতীয় প্রশ্ন: ৩ জন ফাঁসির আসামিকে মাত্র ৪ জন পুলিশ দিয়ে শত মেইল দূরে পাঠানো হলো কেন ? এই আসামী গুলা কোনো সাধারন আসামী নয় ! এরা জঙ্গি কমান্ডো !! এরা তো ৪ জন পুলিশকে নিজেরাই উড়িয়ে দিতে পারার কথা !! তার পরেও মাত্র ৪ জন পুলিশ দিয়ে কেন তাদের পাঠানো হলো !!!
তৃতীয় প্রশ্ন: তাদের যারা পালিয়ে গিয়েছিল তাদেরকে ধরে কেন ক্রসফায়ারে দেয়া হলো !! তাদের কাছ থেকে তো গুরুত্বপূর্ন তথ্য পাওয়া সম্ভব হতো !! জঙ্গিবাদ আসলেই বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে কিনা তা পরিষ্কার হতো ৷ কিন্তু সেকার কেন তাদের্মেরে ফেলার পথে অগ্রসর হলো !!
এইসব কথার উত্তর আজ জনগন জানতে চাইছে, জনগনকে জানানোর দরকার এই সব প্রশ্নের জবাব ৷
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিছ বলার নেই। পড়ে পুরোনো ব্যথার রিহার্সাল হল। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন