হিন্দী ফিল্ম “তেরে বিন লাদেন” স্টাইলে জাওয়াহিরির কথিত ভিডিও বার্তা, এবং এক কুত্তার টিভির হেফাজত বিরোধী অপপ্রচার ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:০২:৩৭ রাত
২০১০ সালে ভারতে মুক্তি প্রাপ্ত “তেরে বিন লাদেন” নামক হিন্দী ফিল্মটার কথা মনে আছে ? সে ফিল্মে দেখা যায় এক মিডিয়া কর্মী (সাংবাদিক) নিজেকে হিট করার জন্য তার বন্ধুকে উসমা বিন লাদেন বানান, তার বন্ধুটি ছিল মুরগি ব্যবসায়ী এবং দেখতে কিছুটা উসমা বিন লাদেনের মত !! সাংবাদিক বন্ধুটি লাদেনের মত দেখতে মুরগি ব্যবসায়ী বন্ধুকে দিয়ে ভিডিও বার্তা তৈরী করেন, তারপর তা বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে দেন, এই নিয়ে সারা বিশ্বে বিশেষ করে আমেরিকায় তোলপাড় শুরু হয় ৷ এক পর্যায়ে তারা মুরগি ব্যবসায়ী নকল লাদেনকে আসল লাদেন মনে করে ধরতেও আসেন !!
সে ফিল্মের কাহিনীকে অনুসরন করে এবার বাংলাদেশে তা বাস্তবতায় রূপ দিতে চাইছে আওয়ামী-নাস্তিক 'র' এর দালালেরা !!
তারা একটা ভিডিও বার্তা তৈরী করে সেটাকে তালেবান নেতা জাওয়াহেরির বলে চালিয়ে দিয়ে তার সাথে হেফাজতে ইসলাম তথা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানকে তালেবান বানাতে চাইছে !!
সাবধান !! মুসলমানেরা এই সব কথায় কোনো ভাবেই কান দেয়া যাবেনা, এগুলা ভারতীয় 'র' এর ষড়যন্ত্র, আর বাংলাদেশে এইসব পরিচালনা করছে 'র' এর কিছু পরীক্ষিত এজেন্টরা ৷ এর মধ্যে সেরা অবস্থানে আছে এক কুত্তার টিভির (একাত্তর টিভি) মালিক মোজা বাবু ও তার সাঙ্গপাঙ্গরা ৷
আমাদের এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের বিষদাত ভঙ্গে দিতে হবে, আসুন আমরা সবাই মিলে ইসলামের বিরদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দেই ৷
(লেখাটা শেয়ার করার অনুরোধ রইলো৷)
বিষয়: বিবিধ
১৫১৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবাই প্রচার করুন ।
মন্তব্য করতে লগইন করুন