মঞ্জু হত্যা মামলা দিয়ে হাসিনা এরশাদকে রাম ছাগলের মত গলায় দড়ি বেধে বসিয়ে রেখেছে ৷ সা ই য়ে দ মা হ ফু জ খ ন্দ কা র
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫০:৪২ সকাল
গত ১০ তারিখ মঞ্জু হত্যা মামলার রায় হওয়ার কথা ছিল, এই মামলার প্রধান আসামী হো মো এরশাদ ৷ সবাই ভেবে ছিল প্রায় ৩৫ বছর আগের এই মামলাটা বোধয় এবার নিষ্পত্তি হতে চলেছে ৷ কিন্তু মামলার রায়ের সপ্তা খানেক আগে মামলার বিচারক কে বদলি করে দেয়া হয় !! বিচারক বদলি হওয়ার কারনে নতুন বিচারক নতুন ভাবে মামলার কার্যক্রম শুরু করতে বলেছে, মামলার কার্যক্রম কখন শেষ হবে তা একমাত্র হাসিনাই বলতে পারবে ৷
মূলত হাসিনা এরশাদকে লাইনে রাখার জন্যই মামলাটা নিয়ে এমন তালগোল করছে, এরশাদ এখন হাসিনার সাথে আছে তাই হাসিনা এরশাদের বিরদ্ধে মামলার রায় দিচ্ছেনা, আবার মামলা থেকে এরশাদকে মুক্তিও দিচ্ছেনা কারন মুক্তি দিয়ে দিলে এরশাদকে আর নিজের মত করে ব্যবহার করা যাবেনা ৷ তাই হাসিনা মামলাটাকে জিইয়ে রেখে এরশাদের গলায় ছাগলের দড়ির মত দড়ি বেধে রেখেছে, যখনই এরশাদ হাসিনার বিপক্ষে যাবে তখনি দড়ি ধরে টান দেবে ৷ বেচারা পল্টি বন্ধু এরশাদও রাম ছাগলের মত হাসিনার গোলামী করছে ৷
বিষয়: রাজনীতি
৯৪৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন