এই জাতির ভাগ্য খারাপ, তাই সদর ঘাটের মহিলাদের সমগোত্রীয়কে তারা রাষ্ট্র প্রধান হিসেবে পেয়েছে ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:১১:৫৩ সকাল
প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধান কর্তা, এই পদটাতে যেই থাকুক না কেন তিনিই রাষ্ট্রের সর্বৌচ্ছ সম্মানের অধিকারী ৷ দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন, তার কাজ কর্ম, কথা বার্তা সব কিছুতেই দেশের চরিত্র ফুটে উঠে, দেশের মানুষের চিরিত্র ফুটে উঠে, এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তবতা ৷
কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে, আমাদের যিনি প্রধানমন্ত্রী যিনি দেশের জনগনের প্রতিনিধিত্ব করার কথা, তিনি জনগনের প্রতিনিধিত্ব করছেন না ! তিনি প্রতিনিধিত্ব করছেন রাত ১২'টার পর রাস্তা ঘাটে পাওয়া যাওয়া বিশেষ মহিলাদের !! একটা দেশের জনগনের জন্য এর চেয়ে লজ্জা জনক বিষয় আর কি হতে পারে !!
গতকাল রাজশাহীতে প্রধানমন্ত্রী হাসিনা বেগম জিয়াকে ইঙ্গিত করে বলেছে "গোলাপী এখন উপজেলা ট্রেনে" এমন কথা কোনো সভ্য দেশের সভ্য প্রধানমন্ত্রী বলতে পারে তা কল্পনাও করা মুসকিল, কিন্তু আমাদের কথিত প্রধানমন্ত্রী হাসিনা লাগামহীন ভাবে এমন বেফাস কথা বলেই চলেছে ৷ না জানি কখন এই মহিলার হাত থেকে আমার দেশটা মুক্তি পাবে, কখন মাথা উচু করে বলতে পারব ইনি আমাদের প্রধানমন্ত্রী ৷
বিষয়: রাজনীতি
১২৮৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ বাংলাদেশের জনগনই কিন্তু উনাকে ৩ বার প্রধানমন্ত্রী বানিয়েছে।
যে দেশের মানুষ যে রকম স্বভাবের তারা বেছে নেয় তাদের স্বভাবের সেরাকেই তাদের নেতা বানানোর জন্য ।
মন্তব্য করতে লগইন করুন