এই জাতির ভাগ্য খারাপ, তাই সদর ঘাটের মহিলাদের সমগোত্রীয়কে তারা রাষ্ট্র প্রধান হিসেবে পেয়েছে ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:১১:৫৩ সকাল



প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধান কর্তা, এই পদটাতে যেই থাকুক না কেন তিনিই রাষ্ট্রের সর্বৌচ্ছ সম্মানের অধিকারী ৷ দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন, তার কাজ কর্ম, কথা বার্তা সব কিছুতেই দেশের চরিত্র ফুটে উঠে, দেশের মানুষের চিরিত্র ফুটে উঠে, এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তবতা ৷

কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে, আমাদের যিনি প্রধানমন্ত্রী যিনি দেশের জনগনের প্রতিনিধিত্ব করার কথা, তিনি জনগনের প্রতিনিধিত্ব করছেন না ! তিনি প্রতিনিধিত্ব করছেন রাত ১২'টার পর রাস্তা ঘাটে পাওয়া যাওয়া বিশেষ মহিলাদের !! একটা দেশের জনগনের জন্য এর চেয়ে লজ্জা জনক বিষয় আর কি হতে পারে !!

গতকাল রাজশাহীতে প্রধানমন্ত্রী হাসিনা বেগম জিয়াকে ইঙ্গিত করে বলেছে "গোলাপী এখন উপজেলা ট্রেনে" এমন কথা কোনো সভ্য দেশের সভ্য প্রধানমন্ত্রী বলতে পারে তা কল্পনাও করা মুসকিল, কিন্তু আমাদের কথিত প্রধানমন্ত্রী হাসিনা লাগামহীন ভাবে এমন বেফাস কথা বলেই চলেছে ৷ না জানি কখন এই মহিলার হাত থেকে আমার দেশটা মুক্তি পাবে, কখন মাথা উচু করে বলতে পারব ইনি আমাদের প্রধানমন্ত্রী ৷

বিষয়: রাজনীতি

১২৮৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174865
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:১৯
শেখের পোলা লিখেছেন : আস্তে বলেন, উনি জাতির পিতার কন্যে, স্বাধীনতার পক্ষের শক্তি৷
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৮
128128
হতভাগা লিখেছেন : আর.. আমার বড় বোন ।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
128518
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : মুজিব যদি জীবত থাকত তাহলে এই মিয়েকে ত্যাজ্য করে দিত
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৪
128842
শেখের পোলা লিখেছেন : খন্দকার ভাই ভুল হল বোধ হয়, এ মেয়ে বাপেরই অপূর্ণ ইচ্ছা পূরণ করে চলেছে৷
174891
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪১
হতভাগা লিখেছেন : ''দেশের জনগনের জন্য এর চেয়ে লজ্জা জনক বিষয় আর কি হতে পারে !! ''

০ বাংলাদেশের জনগনই কিন্তু উনাকে ৩ বার প্রধানমন্ত্রী বানিয়েছে।

যে দেশের মানুষ যে রকম স্বভাবের তারা বেছে নেয় তাদের স্বভাবের সেরাকেই তাদের নেতা বানানোর জন্য ।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৬
128519
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : জনগন ভোট দেয়নি, ভারত ক্ষমতায় বসাইছে ৷
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৪১
128613
হতভাগা লিখেছেন : ভারতই যদি ক্ষমতায় বসাবে তাহলে বাঙ্গালী গুলি কি করতেছে ? তারা না বীরের জাতি ?
174970
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৬
আমি মুসাফির লিখেছেন : কোনো সভ্য দেশের কথা না বলে বলুন সভ্য সোসাইটির সভ্য প্রধানমন্ত্রী এমন পতিতা ভাষা বলতে পারে না বা তা কল্পনাও করা মুসকিল । তবে দুর্ভাগ্য আমাদের দেশে বসে উনি অহরহ বলে যাচ্ছেন কোন লজ্জা পাচ্ছেন না। লজ্জা পাচ্ছি আমরা । এই শ্রেণীকে বর্জরন করা উচিত।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৭
128521
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : দেশের মানুষ অনেক আগেই তাদের বর্জন করেছে..
174993
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১০
ব্যাসদেব লিখেছেন : আপনি কি সদরঘাট বলতে বংগবন্ধুপট্টির(পুরাতন কান্দুপট্টির) কথা বলছেন?
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৯
128522
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : ভাই বেসি ব্যাক্ষা বিশ্লেষণ করলে সমস্যা আছে...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File