ধর্ম নিরপেক্ষতা কি শুধু মুসলানদের জন্য !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০৩:০৬ রাত
✍কোনো হিন্দু ধর্মের লোককে ধর্ম নিরপেক্ষতার নামে শাখা সিধুর ত্যাগ করতে দেখিনি ৷
✍কোনো খ্রিস্টানকে দেখিনি ধর্ম নিরেক্ষতার নামে ক্রস লকেট গলায় ঝুলানো থেকে বিরত থাকতে ৷
✍কোনো শিখ ধর্মের লোককে দেখিনি ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মীয় পাগড়ি পরা থেকে বিরত থাকতে ৷
✍কিন্তু দুঃখ জনক হলেও সত্য মুসলমানের বাচ্চারা ধর্ম নিরপেক্ষতার নামে নিজ ধর্মের পরিচয় বহন করে যে সব জিনিস, যেমন দাড়ি, টুপি, পাঞ্জাবি, বোরকা, হিজাবকে শুধু ত্যাগ-ই করছেনা বরং কঠিন ভাবে অবজ্ঞা ও অবমাননা করছে ৷ এটাকেই তারা ধর্ম নিরপেক্ষতা বলে প্রচার করছে৷
ধর্ম নিরপেক্ষতা কি শুধু ইসলামের ব্যপারে প্রযোজ্য !!
হায়রে মুসলমানের বাচ্চারা একটু চিন্তা করে দেখো, ধর্ম নিরপেক্ষতার নামে তুমি যা করছ তা কতটুকু যৌক্তিক ৷
✍লেখকঃ
সাইয়েদ মাহফুজ খন্দকার
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন