শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:২২:৪০ বিকাল
আজ শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী, ১৯৭৭ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের পদযাত্রা শুরু হয় ৷ যদিও অনেক তাকে পূর্ববর্তী ছাত্রসংগ বলেই মনে করে, আমি তার সাথে একমত নই ৷
বলার অপেক্ষা রাখেনা শিবির জন্মলগ্ন থেকেই সুশৃঙ্খলতা ও দক্ষতার সাথে নিজেদের তৈরী করেছে, তাদের সাংগঠনিক তত্পরতা প্রশংসার দাবিদার ৷ শিবিরের সাংগঠনিক কৌশল এবং কর্ম পদ্ধতি একটা মডেলের জায়গায় গিয়ে পৌছিয়েছে ৷
তবে শিবির ভুলের উর্ধে কখনই ছিলনা, এখনো যে ভুলের উর্ধে চলে গেছে তাও নয় ৷ আমার ক্ষুদ্র দৃষ্টিতে তাদের অসংখ ভুল রয়েছে ৷ কিন্তু আজকের আমি তাদের ভুলের দিকে নজর দিতে চাইনা ৷
কারন হাজারটা পাথরের আঘাতের পর একটা ফুলের আঘাত যে কষ্টদায়ক হবেনা তা কিন্তু নয়, বরং সেটা আরো বেশি যন্ত্রনা দায়ক হয়ে উঠতে পারে ৷ শিবিরের বর্তমান অবস্থাও ঠিক তাই ...৷
আমি শিবিরের আগামী দিনের সাফল্য কামনা করি, আর তাদের কাছে অনুরোধ করব, তারা যেন কোনো ব্যক্তির দিকে না জুকেন, কোনো ব্যক্তি নয় সত্যই হতে হবে চলার পথে রাহবার ৷ আর আল্লাহর দ্বীন ও নবীর তরিকার চেয়ে উত্তম সত্য আর কিছুই হতে পারেনা ৷ বিশেষ কোনো ব্যক্তি সবার আদর্শ হতে পারেনা, কিন্তু ইসলাম সারা মানব জাতির উত্তম আদর্শ হতে পারে ৷
আল্লাহ আমাদের সকলকে সহি সমজ দান করুন (আমিন)
বিষয়: বিবিধ
১৫১৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন