হাসিনার আচল তলে ঠাই পেতে নজিবুল বশরের প্রলাপ !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০১:১৬ সকাল
আচলের নিচে ঢুকার জন্যে অনেকে অনেক কর্ম পদ্ধতি অবলম্বন করেন, কেউ সদরঘাটে যান, কেউ মাদারীপুর যান ৷ ইদানিং আবার দেখা যাচ্ছে আচল তলে ঠাই পেতে কেউ কেউ 'গাজাখুরি প্রলাপ' প্রসব করেন !! এবং এই পদ্ধতিটা কার্যকর হতেও দেখা গেছে !! যেমন জনাব হাসানুল হক ইনু 'গাজাখুরি প্রলাপ' প্রসব করে আচলের তলে স্থায়ী ভাবে ঠাই পেয়ে গেছেন ৷
এবার সেই পদ্ধতি অবলম্বন করতে শুরু করেছেন ইনুর জাত ভাই তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর ভান্ডারি ৷ গতকাল সংসদে এই ভণ্ড বেগম জিয়াকে পাগলা গারদে পাঠাতে বলেছে !! উদ্দেশ্য একটাই, 'গাজাখুরি প্রলাপে' খুশি হয়ে তাকেও যেন ইনুর মত আচলের নিচে ঢুকিয়ে নেওয়া হয়।
৷
বিষয়: বিবিধ
২০৯৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিস্তারিত পড়ুন Click this link
মন্তব্য করতে লগইন করুন