এরশাদ সাহেবের চরিত্র ফুলের মত প্রবিত

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:১৪:১৯ রাত



এরশাদ সাহেবের চরিত্র ফুলের মত প্রবিত্র, কারন এরশাদ আজীবন ফুলের সেবায় নিয়োজিত ছিলেন ৷ আসুন কিছু ফুলের পরিচিত হই;

এক নং ফুলঃ

সাবেক মন্ত্রী মোশারফের বউ জিনাত মোশারফ, তিনি ছিলেন এরশাদের রক্ষিতা আবার জিনাত দাবি করে ছিলেন এরশাদ তাকে বিয়ে করেছেন !! এই জন্য নিজের নাম পরিবর্তন করে জিনাত হোসাইন রেখেছিলেন ৷ ৯৬' সালে এরশাদ তাকে এমপিও বানিয়ে ছিল ৷

দুই নং ফুলঃ

কণ্ঠশিল্পী সাকিলা জাফর; এরশাদ তাকে বিয়ে করেননি তবে সম্পর্ক ছিল সেরিকমই, এরশাদ ক্ষমতায় থাকাকালে এক পর্যায়ে বিটিভির পর্দা দখলে থাকত তার। এরশাদের বিভিন্ন অনুষ্ঠান শুরু হতো তার গান দিয়ে। ১৯৮৩ সালে বিটিভির ‘যদি কিছু মনে না করেন’ অনুষ্ঠানে ‘তুলা রাশির মেয়ে’ গানটির মাধ্যমে শাকিলার পরিচিতি ঘটে দর্শক, শ্রোতাদের সঙ্গে। এরশাদ সরকারের পতনের পর তিনি বেশ কয়েক বছর আত্মগোপনে ছিলেন।

তিন নং ফুলঃ

এরশাদের আরেক প্রেমিকা কণ্ঠশিল্পী নাশিদ কামাল সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে ও আব্বাস উদ্দিনের নাতনি ৷

চার নং ফুলঃ

মরিয়ম মমতাজ মেরি; মেরি যৌবনে ছিলেন আকর্ষণীয় ফিগারের। সুঠামদেহী এই নারী ছিলেন প্রথম দর্শনেই সবার দৃষ্টি কেড়ে নেয়ার মতো সুন্দরী। রাষ্ট্রপতি এইচএম এরশাদও প্রথম দর্শনে মেরির প্রেমে পড়ে কুপোকাত হন। মেরির দাবি অনুযায়ী এরশাদ তাঁর প্রেমে পড়ে অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হন।

পাঁচ নং ফুলঃ

নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী তিনি এখন জাপা নেত্রী ৷

ছয় নং ফুলঃ

অভিনেত্রী ক্যামেলিয়া; তিনি সুবর্ণ মোস্তফার বোন মানে হোসনেয়ারা বিজুর মেয়ে ৷ তবে তার বাবা গোলাম মোস্তফা নন, তার বাবা সামসুদ্দিন আবুল কালাম ৷

সাত নং ফুলঃ

বিদিশা এরশাদ; বিদিশা বিবাবিত ছিলেন তার স্বামীর নাম পিটার, এরশাদ তাকে পছন্দ করে বসেন, এবং বিয়ের আগেই বিদিশার পেটে বাচ্চা নিয়েছিলেন ৷ যদিয় বিদিশার দাবি এটা এরশাদের নয় এটা পিটারের !! তবে সেই সন্তানটা এখন এরশাদের কাছেই আছে, তার নাম এরিক ৷

আর রওশন তো আছেই ৷

বিষয়: বিবিধ

৪৭২৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173438
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কাকুরে কাকু
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩১
127059
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : কিরে..কাকু..
173454
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৬
আব্দুল গাফফার লিখেছেন : হায়রে কপাল At Wits' End At Wits' End আপনাকে ধন্যবাদ
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৫
127058
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : ধন্যবাদ
173455
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৬
হতভাগা লিখেছেন :


ইনার কথা বলেন নি যে ? উনি লেটেস্ট । কাকার খুব যত্ন আত্মী করছেন ।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
127279
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : উরে বাবা এইডা কি হুনাইলেন ??!!
173593
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২৩
উম্মু রাইশা লিখেছেন : আপনিএটা কি করেছেন? উনারত শতেক ছিল,আপনি পাচটায় নামিয়েত উনাকে জায়েয করে দিলেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File