বেগম জিয়ার আজকের সংবাদ সম্মেলন এবং কিছু ভালো দিক ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৩৪:০৬ রাত

গত মাসে বেগম জিয়া একটা সংবাদ সম্মেলন করেছিলেন, সেই সংবাদ সম্মেলন সমন্ধে আমি বলেছিলাম- “বেগম জিয়ার আজকের সংবাদ সম্মেলনে ইসলামী দলগুলার নেতৃবৃন্দদের 'দক্ষতার' সাথে 'অবজ্ঞা' করা হয়েছে বলে মনে হচ্ছে”

__তবে আজকে আমার তেমন মনে হয়নি ৷ আজকের সংবাদ সম্মেলন অনুষ্ঠানে প্রথম সারিতে ইসলামী দলগুলার নেতৃবৃন্দকে দেখা গেছে, বিশেষ করে খেলাফত মজলিসের মাওলানা ইসহাক সাহেবকে একেবারেই সামনে দেখা গেছে ৷ এছাড়াও জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতাও উপস্থিত ছিলেন ৷

গত সংবাদ সম্মেলনে বেগম জিয়ার লিখিত বক্তব্যের বিষয় আমার মন্তব্য ছিলো-

“বেগম জিয়ার লিখিত বক্তব্যে সুচারু ভাবে সভাবগত ইসলামী ভাবধারার শব্দ গুলাকে এড়িয়ে যাওয়া হয়েছে”

__তবে আজ আমার তেমন কিছু মনে হয়নি, আজকে বেগম জিয়ার লিখত বক্তব্যে অনেক কথা যৌক্তিক ভাবে ফুটে উঠেছে, বিশেষ করে জামাতের বিষয়টা ৷ বেগম জিয়া নিজে জামাত কর্মীদের হত্যার বিষয় বক্তব্যে দিয়েছেন, ২/১ জনের নাম ধরে বলেছেন ৷ এগুলা অবশ্যই পজেটিভ দিক ৷

আমি ব্যক্তিগত ভাবে মনে করি বেগম জিয়া অন্তন্ত দক্ষতার পরিচিয় দিয়েছেন, নীতি বুজতে পারছেন জনগনকেই বেশি প্রাধান্য দিতে হবে ৷ আমি বেগম জিয়ার আজকের সংবাদ সম্মেলনকে অনেক বেশি পজেটিভলি দেখছি ৷

বিষয়: রাজনীতি

১২৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173056
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৭
হতভাগা লিখেছেন : ১০ ট্রাক অস্ত্র মামলায় খালেদার বিচার শুরু করা হবে । খালেদা আর বেশী দিন বাইরে থাকতে পারবেন না । উনার দশা ঘনিয়ে এসেছে ।
173071
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেখা যাক কি হয়
173108
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৭
নীল জোছনা লিখেছেন : আন্দোলনের মুরোদ নাই সংবাত সম্মেলন করেই ক্ষান্ত। বিএনপি ভেঙে সবার জামাতে যোগ দেওয়া উচিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File