বাংলাদেশের সেনাবাহিনী কি ভারতীয়দের নিয়ন্ত্রণে !!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:১২:২৩ সন্ধ্যা



হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পর বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা গুলাকে সংস্কার করার জন্য তারিক আনাম ছিদ্দিকীকে দিয়ে একটা কমিটি গঠন করেছিল ৷ তারিক আনাম ছিদ্দিকী হলো শেখ রেহানার দেবর ও হাসিনার সামরিক উপদেষ্টা ৷ সেই কমিটি কি কাজ করেছিল বা গোয়েন্দা সংস্থার ভেতর কেমন পরিবর্তন এনেছিল অথবা কতটুকু সংস্কার করেছিল সেই বিষয় জাতিকে কিছুই জানানো হয়নি ৷

অন্যদিকে ভারতীয় গোয়েন্দা 'র' আমাদের দেশের গোয়েন্দা সংস্থার গাড়ি ব্যবহার করছে !!! এবং আরো অনেক কিছুই করছে যা বলা সম্ভব হচ্ছেনা ৷

তার মানে হাসিনা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা গুলাকে সংস্কারের নামে ভারতীয়দের হাতে তুলে দিয়েছে !!!!

একটু চিন্তা করে দেখুন;

যে গোয়েন্দা সংস্থা গুলা আমাদের দেশের সেনা বাহিনী থেকে শুরু করে সবগুলা বাহিনী নিয়ন্ত্রন করে সেই গোয়েন্দা সংস্থা গুলা এখন ভারতীয়দের নিয়ন্ত্রণে !!!

উফঃ আল্লাহ আর ভাবতে পারছিনা ৷

বিষয়: রাজনীতি

১৩২৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171576
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুধু কি সেনাবাহিনী ?আজ আমাদের দেশটাই তো ভারত নিয়ন্ত্রণ করে
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
125326
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : তা ঠিক তবে প্রত্যক্ষ ভাবে নয়, পরোক্ষ ভাবে ৷
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৩৮
125536
দ্য স্লেভ লিখেছেন : বিষয়ের গভীরতা বুঝতে পেরেছেন কিনা জানিনা, সব বিষয় ভারতীয় হয়ে যাওয়া আর প্রাকটিক্যালী সেনাবাহিনী,গোয়েন্দা বাহিনী ভারতীয় হয়ে যাওয়া এক নয়। আমরা ভয়াবহ অবস্থায় আছি
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১০
125799
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম
171583
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
বুড়া মিয়া লিখেছেন : সমগ্র দেশের জনগোষ্ঠিকেই সামরিক বাহিনী বানাতে হবে এবং সবার হাতেই গোলা-বারুদ তুলে দিতে হবে। যদিও এর ফলে সাময়িক হাঙ্গামা হবে তবে তবে একটা পর্যায়ে থেমে যাবে। আর অন্য অনেকের মতন সবার ২/৩ বছরের সামরিক ট্রেণিং ম্যান্ডেটরী করে দিতে হবে।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
125327
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : আপনি কি গৃহ যুদ্ধের কথা বলছেন ?
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
125338
বুড়া মিয়া লিখেছেন : নাহ! অনেক দেশেই তাদের সমস্ত জনগোষ্ঠিকেই সামরিক ট্রেণিং রাষ্ট্রীয়ভাবে দেয়া হয়ে থাকে তাদের দেশের অবস্থার এবং অবস্থানের ষ্ট্র্যাটেজিক প্ল্যানের আওতায়।

এভাবে যেহেতু আমাদের এখানে করা হয় নি, তাই প্রথম করে সবাইকে সবসময় রেডী রাখলে – নিজেরা নিজেরা কিছু শোধ-প্রতিশোধ নিয়ে এর পর থেমে গিয়ে ওতেই মানিয়ে নিবে, পরবর্তী প্রজন্মরা ঐ মানিয়ে নেয়া অবস্থাতেই বেড়ে উঠবে।

আর সবার মাঝে ওর শিক্ষা থাকলে ঐ শিল্পেও আমাদের অবদান থাকবে – যেমন রাশিয়া।
171794
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৩৯
দ্য স্লেভ লিখেছেন : উফঃ আল্লাহ আর ভাবতে পারছিনা

ভাই বিশ্বাস করেন, বাংলাদেশের উপর সরকারের কোনো নিয়ন্ত্রন এখন নেই। তারা পুরো দেশটাকে ভারতের হাতে কিছুটা প্রকাশে এবং পুরোটা গোপনে তুলে দিয়েছে। ভেতরের অবস্থা মারাত্মক।
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
125816
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File