তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা, আলেম মুরুব্বী, আকাবিরদের কুকুর হওয়ার আকাঙ্ক্ষা;-

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ৩০ জানুয়ারি, ২০১৪, ১১:১২:১৩ রাত

দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতভির উক্তি ‘’ মদিনার পথের কুকুরদের নামের সাথে আমার নাম যেন অন্তর্ভুক্ত হয়; আমি যেন তোমার হারামের কুকুরদের সাথে বাস করতে পারি’’ ফাজায়েল দরূদ- জাকারিয়া সাহারানপুরি

এমন কিছু উক্তি এক সাথে করে ফিতনা সৃষ্টি করি দল প্রমান করতে চাইছে ওলামায়ে দেওবন্দের সম্মানিত অকাবিরগন কুকুর হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন ৷

সত্যি কি আমাদের অকাবিরগন গন ইসলাম বিরোধী কাজ করেছেন, উনারা কি আসলেই আশরাফুল মালখলুকাতের পরিবর্তে কুকুর হওয়ার আকাঙ্ক্ষা করেছেন ? দেখুন সর্বকালের সর্বশ্রেস্ট মুসলমান ছিদ্দিক আকবার হজরত আবু বকর (রা) এর ঘটনা ৷

হজরত আবু বকর (রা) বলিতেন, হায় আমি যদি বৃক্ষ হইতাম, যাহা কাটিয়া ফেলা হইত ! কখনো বলিতেন, হায় আমি যদি ঘাস হইতাম যাহা জানোয়ার খাইয়া ফেলিত ! কখনো বলিতেন হায় আমি কদি মমিনের গায়ের পশম হইতাম ! একবার একটি বাগানে যাওয়ার পর একটি জানোয়ারকে বসিতে থাকিতে দেখিয়া দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া বলিলেন, হে জানোয়ার ! তুমি কতইনা আরামে আছ ! খাও, পান করো, বৃক্ষের ছায়ায় ঘুরিয়া বেড়াও এবং আখিরাতে তোমার উপর হিসাব-নিকাশের কোনো বোঝা নাই ৷ আবু বকর যদি তোমার মত হইত ! (তারীখুল খোলাফা)

অজরত আবু বকর (রা) যদি এমন আকাঙ্ক্ষা করতে পারেন তাহলে অকাবিরে দেওবন্দ কেনো করতে পারবেনা ! ফিতনাবাজেরা কি এখন হজরত আবু বকর (রা) কেউ বলবে তিনি আশরাফুল মাখলুকাত ছেড়ে জানোয়ার হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন ! (নাউজু বিল্লাহ)

এই ভন্ড ফিতনাবাজ খিত আহলে হাদিসের উম্মতের মধ্যে এখতেলাফ তৈরী করতে উম্মতকে ধংস করে দিতে এমন অসত্য অর্ধ সত্য বিষয় অনলাইনে নিয়ে এসে মানুষকে চরম ভাবে ধোকা দিচ্ছে, ওলামায়ে দেওবন্দের বিরদ্ধে অপপ্রচার চালাচ্ছে ৷ তাদের থেকে সাবধান ৷ তারা আমাদের ঈমান আমল ঐক্য নস্ট করার মিশন নিয়ে মাঠে নেমেছে ৷

বিষয়: বিবিধ

১৩৯৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170633
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৭
বিন হারুন লিখেছেন : আসলে ফিতনা দলের বড়'রা করে না. করি আমরা ছোটরা, দলকে ভালবাসতে গিয়ে নিজের ঈমান ধ্বংস করি খেয়াল করি না. আপনাকে অনেক অনেক ধন্যবাদ
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৫
124470
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : আসলেই খুব সুন্দর বলেছেন ৷ ধন্যবাদ ৷
170636
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১১:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আজ পৃথিবীর দেশে দেশে মুসলমানরা নির্যাতিত যার অন্যতম কারণ মুসলমানদের মধ্যে ঐক্য নেই বলে। অনেক ধন্যবাদ
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৬
124473
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : হুম এই জন্যই আমি এখানে তাদের নাম উল্লেখ করিনি ৷
170761
৩১ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৩৩
সাদাচোখে লিখেছেন : গণমুসলমানকে ধোকায় ফেলতে, মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে ইসলামের শত্রুরা ইসলামের জন্ম হতেই কাজ করে এসেছে।

ইদানিং কালে কিছু মুসলমান নামধারী ঐ সব ইসলাম বিদ্বেষীর ন্যায় আমাদের মধ্যস্থিত বিরোধ ও ভিন্নতা নিয়ে পাবলিকলী কথা বলছে ও লিখছে। এবং তার মাধ্যমে তারা মূলতঃ মুসলিম নিধনকে সুবিধাজনক ও জায়েজ করে চলেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File