সংসদ নয় বাকশালের অফিস !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ৩০ জানুয়ারি, ২০১৪, ১২:৩৭:১১ দুপুর
শতকরা ৫ শতাংশ মানুষের সমর্থন নিয়ে পৃথিবীর কোনো দেশে সংসদ বসেছিল কিনা আমার জানা নাই ৷ জাতীয় সংসদের ৩০০ টা আসনে ৩০০ জন সদস্য বসে আছেন যাদের মধ্যে ১৫৪ জন একটা মানুষেরও সমর্থন পাননি, কারন তাদের আসনে নির্বাচনই হয়নি ৷ আর বাকি ১৪৬ জন পেয়েছেন মাত্র ৫ শতাংশ মানুষের সমর্থন ৷ সব মিলিয়ে বর্তমান সংসদ দেশের মোট জনসংখার ৫ শতাংশ বা এর চেয়ে কম জনগনের প্রতিনিধিত্ব করছে ৷ আর বাকি ৯৫ শতাংশ জনগনের কোনো প্রতিনিধি সংসদে নেই ৷
এই অবস্তায় সংসদকে জাতীয় সংসদ বলার কোনো যৌক্তিকতা নেই, কারন এই সংসদের সাথে জাতির কোনো সম্পর্ক নেই জাতির ৯৫ ভাগ মানুষ-ই এই সংসদকে সমর্থন দেয়নি ৷ এই অবস্তায় এটাকে বলা যেতে পারে আওয়ামী সংসদ বা আওয়ামীলীগের অস্থায়ী দলীয় কার্যালয়, যেহুতু সেইখানের ৩০০ জন সদস্যের ৩০০ জন-ই আওয়ামীলীগের ৷
অথবা বলা যেতে পারে বাকশালের প্রধান কার্যালয়, আওয়ামীদের একটা দলীয় কার্যালয় আছে কিন্তু বাকশালের কোনো কার্যালয় নেই, এখন থেকে জাতীয় সংসদ-ই হবে বাকশালের প্রধান কার্যালয় ৷
বিষয়: রাজনীতি
১০১৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অফিস করবে কারা?
তারাই তো অফিস করবে
এটাই তো নিয়ম
জঙ্গিবাদী-আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক
জঙ্গিবাদী-আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক
যে সময় নিষিদ্ধ করার ছিল, সে সময়ই হয়নি।
তবে, তাদের বর্তমানের কার্যক্রম পরিচয় দিচ্ছে যে, অচিরেই নিষিদ্ধ হবে। যদি কেউ নাও করতে পারে, তবে তারা নিজেরাই করবে।
মন্তব্য করতে লগইন করুন