বনবাসে যাচ্ছেন এরশাদ !!!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ৩০ জানুয়ারি, ২০১৪, ১০:০২:১৩ সকাল

আগে শুনেছি বিভিন্য কারনে মহিলারা বনবাসে গিয়েছে যেমন "কমলার বনবাস" "রুপবানের বনবাস" এবার ইতিহাস পাল্টে হয়েছে "এরশাদের বনবাস" তবে এরশাদ বনবাসে সত্যিকারের কোনো বনে যাচ্ছেননা তিনি যাচ্ছেন মধ্যপ্রাচ্যের একটি দেশে !!

খবর বেরিয়েছে পল্টি বন্ধু এরশাদ দেশ ছেড়ে মধ্যপ্রাচ্যের একটি দেশে নির্বাসনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ৷ কারন হিসেবে বলা হচ্ছে রওশন তাকে পাত্তা দিচ্ছেনা, দলীয় সিদ্ধান্ত নেয়া হচ্ছে এরশাদের অনুমতি ছাড়াই এবং কি বিরোধী দলের চিপ হুইপ নির্বাচিত করার সময় ও এরশাদকে জানানো হয়নি !! তাই মনের দুঃখে চাচা এরশাদ দেশ ছাড়ছেন !!

আহারে চাচা; কত কি দেখাইলা আমাদের ৷

বিষয়: বিবিধ

১২৮৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170159
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২১
আমি মুসাফির লিখেছেন : এরাও ভারতের দালাল । সাবধান এদের থেকে। আর রওশন এরশাদ নয়া ঘষেটি বেগম। এদের দেশের চাইতে ভারতের এজন্ডোই বেশী প্রিয় ।
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২৭
123872
অজানা পথিক লিখেছেন : আহারে চাচা;
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৫
123989
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : এরশাদ এন্ড রওশন ভারতের নয় টাকার দালাল, টাকার জন্য সব করতে পারে এই পল্টি জুটি ৷
170290
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩২
প্রিন্সিপাল লিখেছেন : রওশন চাচী তাকে পাত্তা দিচ্ছেন না, তবে আমাদের জানা মতে আমাদের আরো চাচীরা আছেন। তারাও কি তাকে পাত্তা দিচ্ছেন না? নাকি সেই চাচীদেরকে নিয়েই তিনি.....
তবে চাচা যে তার ভাতিজাদেরকে বিনা পয়সা কত সার্কাস দেখালেন, তার সংখ্যা ভাতিজারা কেন চাচারও জানা নেই।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৫
124379
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : এরশাদ সাহেবের চরিত্র ফুলের মত প্রবিত্র, কারন এরশাদ আজীবন ফুলের সেবায় নিয়োজিত ছিলেন ৷ আসুন কিছু ফুলের পরিচিত হই;

এক নং ফুলঃ
সাবেক মন্ত্রী মোশারফের বউ জিনাত মোশারফ, তিনি ছিলেন এরশাদের রক্ষিতা আবার জিনাত দাবি করে ছিলেন এরশাদ তাকে বিয়ে করেছেন !! এই জন্য নিজের নাম পরিবর্তন করে জিনাত হোসাইন রেখেছিলেন ৷ ৯৬' সালে এরশাদ তাকে এমপিও বানিয়ে ছিল ৷

দুই নং ফুলঃ
কণ্ঠশিল্পী সাকিলা জাফর; এরশাদ তাকে বিয়ে করেননি তবে সম্পর্ক ছিল সেরিকমই, এরশাদ ক্ষমতায় থাকাকালে এক পর্যায়ে বিটিভির পর্দা দখলে থাকত তার। এরশাদের বিভিন্ন অনুষ্ঠান শুরু হতো তার গান দিয়ে। ১৯৮৩ সালে বিটিভির ‘যদি কিছু মনে না করেন’ অনুষ্ঠানে ‘তুলা রাশির মেয়ে’ গানটির মাধ্যমে শাকিলার পরিচিতি ঘটে দর্শক, শ্রোতাদের সঙ্গে। এরশাদ সরকারের পতনের পর তিনি বেশ কয়েক বছর আত্মগোপনে ছিলেন।

তিন নং ফুলঃ
এরশাদের আরেক প্রেমিকা কণ্ঠশিল্পী নাশিদ কামাল সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে ও আব্বাস উদ্দিনের নাতনি ৷

চার নং ফুলঃ
মরিয়ম মমতাজ মেরি; মেরি যৌবনে ছিলেন আকর্ষণীয় ফিগারের। সুঠামদেহী এই নারী ছিলেন প্রথম দর্শনেই সবার দৃষ্টি কেড়ে নেয়ার মতো সুন্দরী। রাষ্ট্রপতি এইচএম এরশাদও প্রথম দর্শনে মেরির প্রেমে পড়ে কুপোকাত হন। মেরির দাবি অনুযায়ী এরশাদ তাঁর প্রেমে পড়ে অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হন।

পাঁচ নং ফুলঃ
নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী তিনি এখন জাপা নেত্রী ৷

ছয় নং ফুলঃ
অভিনেত্রী ক্যামেলিয়া; তিনি সুবর্ণ মোস্তফার বোন মানে হোসনেয়ারা বিজুর মেয়ে ৷ তবে তার বাবা গোলাম মোস্তফা নন, তার বাবা সামসুদ্দিন আবুল কালাম ৷

সাত নং ফুলঃ
বিদিশা এরশাদ; বিদিশা বিবাবিত ছিলেন তার স্বামীর নাম পিটার, এরশাদ তাকে পছন্দ করে বসেন, এবং বিয়ের আগেই বিদিশার পেটে বাচ্চা নিয়েছিলেন ৷ যদিয় বিদিশার দাবি এটা এরশাদের নয় এটা পিটারের !! তবে সেই সন্তানটা এখন এরশাদের কাছেই আছে, তার নাম এরিক ৷

আর রওশন তো আছেই ৷
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫১
124443
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ফুলের সেবা করেছেন আমাদের মাননীয় চাচাজান।
তাই তো বলি: মানুষ চাচাকে সমাজ সেবা ও সমাজ দরদী বলে কেন?
উত্তর পেলাম ভাইয়ের ফুলের বর্ণনা থেকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File