ব্লগার থাবা বাবা হত্যা মামলায় আসামীদের বিরদ্ধে অভিযোগ পত্র জমা দিয়েছে পুলিশ ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৮ জানুয়ারি, ২০১৪, ০৩:২৪:৪৯ দুপুর
রাজীব উরফে থাবা বাবা হত্যা মামলায় ৭ ছাত্র সহ মুফতি জসিম উদ্দিনের বিরদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ৷ সকরার নাস্তিক শাহবাগীদের খুশি করতে দ্রুততার সাথে এই মামলা শেষ করতে চাইছে ৷
মুফতি জসিম উদ্দিনকে এই মামলার সরাসরি অসমী বানানোর কি যুক্তি আছে আমি তা বুজিনা ৷ মুফতি জসিম উদ্দিন বই লিখেছে, বক্তিতা দিয়েছে এগুলা প্রত্যেকটা মুসলামনের-ই দায়িত্ব মুফতি জসিম উদ্দিন সেই দায়িত্ব পালন করেছে ৷
আমি মনে সেই ৭ ছাত্র সঠিক কাজটি করেছে রাজিবের মত কুলাঙ্গারের এই পৃথিবীতে বাচার কোনো অধিকার ছিলনা, তাকে এমন কিছুই করা উচিত ছিল যেটা করা হয়েছে ৷ জানি আমার এই কথা গুলা শাহবাগী এবং তাদের সরকারের কাছে অপরাধ মূলক মনে হবে, এমন মনে হলেও আমার কিছু করার নেই আমি আমার ঈমানী দায়িত্ববোধ থেকে এই কথা বলেছি, এবং যতদিন আমি ঈমানের উপর থাকব ঠিক এই ভাবেই বলে যাব ইনশা আল্লাহ৷
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন