প্রেসিডেন্ট জিয়ার দুই হাজার টাকা বেতন ও রেশনের চাউলের ভাত ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৬ জানুয়ারি, ২০১৪, ০২:৪৫:৪৮ দুপুর
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেছে থাকা অবস্থায় সবসময় রেশনের চাউল খেতেন, প্রেসিডেন্ট থাকা অবস্থায় জিয়ার বেতন ছিল দুই থেকে আড়াই হাজার টাকার ভিতরে, এর মধ্য থেকে জিয়া বেতনের ১০% রাষ্ট্রকে দিয়ে দিতেন আর বাকি ৯০% প্রায় দুই হাজার টাকা বেগম জিয়ার হাতে তুলে দিতেন সারা মাসের বাজার খরচের জন্য ৷ জিয়াউর রহমান ইন্তেকালের আগে তারেক ও আরাফাতকে নতুন কাপর নিয়ে দিতেন খুব কম, জিয়া নিজের সার্ট পেন্ট কে ছোট করে তারেক-আরাফাতকে সার্ট পেন্ট বানিয়ে দিতেন ৷
জিয়াউর রহমানের ইন্তেকালের পরে ১৯৮১ সালে এক সাক্ষাতকারে বেগম জিয়া বলেন;
"আমরা এখনো রেশনের চাউলের ভাত খাই, তিনি (জিয়া) বলতেন দেশের মানুষ এখনো গরিব আমি কি করে বিলাসিতা করি, তিনি (জিয়া) বিলাসিতা পছন্দ করতেননা ৷ ওনার (জিয়ার) বেতন ছিল ২০০০+ এর মধ্যে ১০% সরকারী খাতে জমা করে দিতেন আর বাকি দুই হাজার টাকার মত আমাকে দিতেন, সেই টাকা দিয়েই আমি কোনরকম সংসার চালাতাম ৷ তিনি বিলাসিতা পছন্দ করতেননা"
সে সাক্ষাতকারে তারেক কে তাদের জামা কাপর সমন্ধে জিজ্ঞেস করলে তারেক বলেন-
"আমার গায়ে যে জামাতা আছে সেটাও ববুর জামা, আমাকে ছোট করে দিয়ে ছিলেন"
আরাফাতকে জিজ্ঞেস করলে আরাফাত বলেন-
"আমার অনেকগুলা পেন্ট আব্বুর পেন্ট কেটে বানানো"
আজ জিয়া পরিবারের দিকে তাকালে আফসোস হয়, দিলটা ভেঙ্গে যায় !! কেমন ছিলেন জিয়া আর কেমন তার উত্তরসুরীরা ৷
তার পরেও সান্তনা পাওয়া যায় যে অন্যদের মত এত নস্ট হয়ে যায়নি, কিন্তু জিয়ার সাথে তুলনা করা যায়না ৷ আমি এমন বলবনা যে বাঘের ঘরে বিড়াল জন্মেছে, আমি বলব বাঘের ঘরে কবুতর জন্মেছে, সেইটা কখনই আকাকংখিত ছিলনা ৷
বিষয়: রাজনীতি
১১৮৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন