গোপালির বেফাস মন্তব্য;
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৬ জানুয়ারি, ২০১৪, ১০:১০:৩৭ সকাল
ইদানিং হাসিনার বেফাস মন্তব্য পাগলা কুকুরের মত দৌড়ে দৌড়ে বেড়েই চলেছে ৷ বেগম জিয়াকে "তুই" "গোলাপী" বলার পর কালকে আবার বেগম জিয়াকে বলেছে "খালেদাকে এই দেশের দরকার নাই, খালেদা পাকিস্তান চলে যাক" খালেদাকে এই দেশের মানুষের দরকার আছে কিনা তা ৫ জানুয়ারির নির্বাচনে মানুষ বলে দিয়েছে ৷ আর খালেদা পাকিস্তান যাবে কেনো !! খালেদার জন্ম ভারতে তার তো পাকিস্তান যাওয়ার প্রশ্নই আসেনা, বরং হাসিনার বাবা মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়ে ছিল সে হিসেবে হাসিনার পাকিস্তান চলে যাওয়া উচিত ৷
আসলে হাসিনা কেনো কথার কথা বেগম জিয়াকে পাকিস্তান চলে যেতে বলেন সেটা জানতে হলে আমাদের ইন্ডিয়ার দিকে নজর দিতে হবে ৷
ইন্ডিয়ার মধ্য পাকিস্তান প্রীতি একটা জগন্য অপরাধ বলে বিনেচিত হয়, ইন্ডিয়ান ফিল্ম গুলা দেখলেই বুজা যায় তারা পাকিস্তানকে কতটা ঘৃণার চক্ষে দেখে, ইন্ডিয়ান যত ফিল্ম আছে তার বেশিরভাগের ভিলেন হলো পাকিস্তানপন্থী, ফিল্মে যত খরাপ লোক থাকে সবাই পাকিস্তানি ৷ এক কথায় ইন্ডিয়ানদের কাছে পাকিস্তানি মানে একটা গালি ৷
হাসিনা সেই দিকে লক্ষ্য রেখে ইন্ডিয়ান মুহাব্বতের খাতিরে বেগম জিয়াকে পাকিস্তানপন্থী/পাকিস্তানি বলে গালি দেয়, কারন হাসিনা নিজেকে ৮০% ইন্ডিয়ান নাগরিক মনে করে ৷ আর বেগম জিয়াকে বেশি বেশি পাকিস্তানি বলার মাধ্যমে ইন্ডিয়ানদের অনুকুল্য লাভ করতে চাইছে কারন ইন্ডিয়ানরা পাকিস্তানিদের ঘৃনা করে, বেগম জিয়া যদি পাকিস্তান পন্থী হন তাহলে ইন্ডিয়ানরা তাকেও ঘৃনা করবে ৷ এইটাই হাসিনার মূল উদ্দেস্য; আর বেফাস মন্তব্যের চিরায়িত সভাব তো আছেই ৷
বিষয়: রাজনীতি
১০১৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন