অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের আর্থিক অবস্থা ভয়াবহ রূপে ধসে পরবে !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৫ জানুয়ারি, ২০১৪, ১১:২৪:৩১ সকাল
বাংলাদেশের আয়ের প্রধান উত্স হলো দুইটা, এক পোশাক শিল্প দুই বিদেশে বাংলাদেশী শ্রমবাজার ৷ প্রথমটা মানে পোশাক শিল্প অনেকটাই এখন ধংসের মুখে ৷ আর দ্বিতীয়টা মানে শ্রমবাজার ধীরে ধীরে ধংস হয়ে যাচ্ছে ৷ পত্রিকায় এসছে মালদীপ থেকে ৭০ হাজার বাংলাদেশীকে ফিরত পাঠাচ্ছে সেই দেশের সরকার ৷ এই ৭০ হাজার লোক যে বেকার হবে শুদু তা নয়, এই ৭০ হাজারের সাথে যে ৭০ হাজার পরিবার আছে তাদের কি হবে !!!
কে দেখবে এই পরিবার গুলাকে, এই শ্রমিকরা কোথায় কর্মসংস্থান পাবে !!! হাসিনার চাটার দল তো সবকিছুই চেটেপুটে শেষ করে ফেলছে, তাদের চাটাচাটির ফলে দেশে আর কিছুই অবশিষ্ট নেই এবং কি বিদেশের মাটি থেকেও যে কিছু আয় রুজগার করে খাবে তাও হাসিনা বন্ধ করে দিচ্ছে ৷ এই আপদটা কখন যে আমাদের ঘাড়ের উপর থেকে নামবে আল্লাহ ভালো জানেন ৷
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হামারঘে পরদান মিন্ত্রি গরে গরে চারকী দিয়েছে। অবাবীদেরকে কাদ্য দিচ্চে। বিনা পয়সার সার দিচ্চে গরে গরে লাশ দিচ্চে। ইপরিজিং করার সুযোগ দিচ্চে। এত্ত কিচু দেওয়ার পরও আপনি কি বুলচেন?
মন্তব্য করতে লগইন করুন