হাসিনা কেনো এত শক্তিধর !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৩ জানুয়ারি, ২০১৪, ১০:৩৪:২৯ সকাল
২০০৮ সালে মইন-ফখরুদ্দিনের অধীনে যে নির্বাচন হয় সে নির্বাচনটা ছিল সম্পুর্ন সাজানো নাটক, যেটা হিলারি-হাসিনার ফোন আলাযের মধ্যে স্পস্ট বুজা যায় ৷ সেই নাটকের পরিচালক ছিলো ভারত এবং আমেরিকাও কিছু সহজগিতা করেছিল ৷ নির্বাচনের আগেই হাসিনার সাথে ভারতের বিশেষ কিছু বিষয় চুক্তি হয় এবং নির্বাচনের পরেই তার বাস্তবায়ন শুরু হয়ে যায় ৷ সেই চুক্তির একটা ছিলো বাংলাদেশের সামরিক/আধাসামরিক বাহিনীর নিয়ন্ত্রন পরক্ষ ভাবে ভারতের হাতে তুলে দেয়া ৷
সেইলক্ষ্যে ২০০৯ থেকে কাজ শুরু হয়, ভারত এই কাজে নিযুক্ত করে তাদের গোয়েন্দা সংস্থা 'র' কে ৷ বাংলাদেশে 'র' এর কমান্ডোরা প্রথমে টার্গেট করে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর কে, কিন্তু বিডিআরের তত্কালীন কর্মকর্তারা হাসিনার এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবং ভারতীয় 'র' এর অনুপ্রবেশকে মেনে না নিয়ে প্রতিবাদ করতে চায়, তাই হাসিনা ও ভারত বিডিআরকে স্বমূলে ধংস করে দেয় ৷
এরপর তারা সেনা বাহিনীকে টার্গেট করে; 'র' এজেন্টরা খুব দ্রুতই সেনাবাহিনীকে গ্রাস করে ফেলে, এবং তাদের হুমকি দেয়া হয় তারা যদি কথা না শুনে তাহলে সেনাবাহিনীর অবস্থা বিডিআরের মত করে দেয়া হবে ৷ তারপরেও কিছু বিদ্র্হের ঘটনা ঘটে ছিলো, তবে তা সফল হয়নি 'র' কারনে ৷ তারপর একে একে সবগুলা গোয়েন্দা সংস্থা 'র' সাথে কাজ করতে শুরু করে, এগুলা এখন সম্পুর্ন ভাবে ভারতীয় 'র' এর নিয়ন্ত্রনে !! এইজন্যই হাসিনার এত ক্ষমতা ৷
এক কথায় আমাদের রাষ্ট্রিয় সকল বাহিনীর নিয়ন্ত্রণ এখন ভারতের হাতে !! তাই ভারতের অঙ্গুলি হিলন ছাড়া তারা কিছুই করতে পারবেনা এবং তাদের পক্ষে কিছু করাও সম্ভব না ৷
বিষয়: রাজনীতি
১১৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহলে কি ভারতের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে ?ভারতের কাছে হাসিনার থেকে ভালো বন্ধু কি আর কেউ হতে পারে ? তার মানে হাসিনা মৃত্য পর্যন্ত ক্ষমতায় থাকছে তাহলে।
মন্তব্য করতে লগইন করুন