বন্ধু হতে পারে অনেক গুনা থেকে বাচার উছিলা ৷ •{২পর্ব}•

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২১ জানুয়ারি, ২০১৪, ০২:৫৯:২৮ দুপুর

আমরা যারা যৌবনে পা দিয়েছি তাদের জন্য বন্ধুরাই হতে পারে অনেক গুনারকাজ থেকে বাচার মাধ্যম ৷

এই সময় একটা বড় গুনার প্রতি আগ্রহ দেখা যায়; তা হলো মেয়ে বন্ধুদের সাথে ফোনে কথা বলতে খুব মন চায়, এবং আমরা অনেকেই এই কাজটা করে থাকি ৷ এইটা একটা জগন্য গুনা এবং সর্বনাশা বিষয়, এর ধারায় অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হয় ৷ এই গুনাটা থেকে বাচার জন্য বন্ধুদের সহযোগিতা নেয়া যেতে পারে ৷

যে সময়টা মেয়ে বন্ধুদের সাথে কথা বলতে মন চায় সেই সময়টায় সাধারন বন্ধুদের সাথে কথা বলে কাটাতে হবে ৷ তবে এখানে একটা সমস্যা দেখা দেয় তা হলো সাধারন বন্ধু মানে এলাকার বন্ধুদের সাথে তো সবসময় দেখা সাক্ষাত হয় তাই তাদের সাথে ফোনে কথা বলে মজাও পাওয়া যায়না আর তেমন কিছু বলারও থাকেনা ৷

এইজন্য আপনাকে নিজের এলাকার বাহিরে কিছু বন্ধু বানাতে হবে ৷ কেমন আপনি ঢাকায় থাকেন এখন আপনি সিলেটে কিছু বন্ধু বানালেন কিংবা চট্টগ্রাম কিছু বন্ধু বানালেন এবার তাদের সাথে জমিয়ে আড্ডা দিন, (বন্ধু খোজার জন্য তো ফেইসবুক ব্লগ টুইটার আছেই) তখন দেখবেন মেয়ে বন্ধুদের সাথে কথা বলার আগ্রহটা অনেকাংশে কমে যাবে ৷ আবার এর মাধ্যমে আপনার বন্ধু সংখাও বাড়বে ৷ এক সময় দেখা যাবে দেশের প্রতিটি জেলায় আপনার বন্ধু আছে, আর এমন যদি হয়ে যায় তাহলে তো আপনি পুরাই লাকি ৷ ভবিষ্যতে ভাবিকে নিয়ে বেড়াতে যেতে পারবেন ৷

তবে খেয়াল রাখতে হবে অসাধু লোকের সাথে যেনো বন্ধুত্ব না হয়, তাহলে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে ৷

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165379
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৩
প্রিন্সিপাল লিখেছেন : সুন্দর পোষ্টটি উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File