১৮ দলের রণ-কৌশল ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২০ জানুয়ারি, ২০১৪, ০৯:২৭:১৮ রাত
রাজনিরিতির ময়দানে কৌশলের বিকল্প নেই, তাইত আমাদের দেশের জনগন রাজনীতির ইংরেজি শব্দ "পলিটিক্স" কে কৌশল অর্থে ব্যবহার করে ৷ আমাদের দেশে এই রাজনৈতিক কৌশলটা একেক সময় একেক রকম হয়, যেমন কেউ কেউ কৌশলগত কারনে অনেক সময় তজবী-পট্টি ব্যবহার করেন কেউ আবার পীর সাহেবের কাছে যান ৷
ইদানিং কালের দুই-একটা রাজনৈতিক কৌশলের কথা আপনাদের বলি, যেমন হেফাজত যখন মাঠে নামল তখন হাসিনা ওলামায়ে ছু ফরিদ উদ্দিন মাসুদ, ডিজি সামিম আফজাল, দেলোয়ার হোসেন সাইফি, মিসবাহুর রহমান চৌধুরী, এবং বেদ'আতি আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাঠে নামিয়ে দিলো ৷ এটাকেই বলে রাজনৈতিক কৌশল, দাড়িওয়ালাদের দিয়ে দাড়িওয়ালার মোকাবিলা করা, টুপিওয়ালাদের দিয়ে টুপিওয়ালার মোকাবিলা করা ৷ লাঠিওয়ালাদের দিয়ে লাঠিওয়ালার মোকাবেলা করা ৷ এই ভাবে কৌশল করেই রাজনীতি করতে হয় ৷
আওয়ামীলীগ আজীবন এভাবেই কৌশলে রাজনীতি করে গেছে ৷ বিএনপির শুরুটা এমন কৌশলের মাধ্যমেই শুরু হয়েছিল, যেমন জিয়া যখন রাজনীতিতে আসেন তখন ডান-বাম-উত্তর-দক্ষিন-মধ্যম সকল পন্থীদের নিয়ে বিএনপি গঠন করেছিলেন, যেটা ছিল স্বরন কালের শ্রেষ্ঠ রাজনৈতিক কৌশল ৷ জিয়ার মৃত্যুর পারে বিএনপির মধ্যে রাজনৈতিক কৌশলের দেখা মিলেনি বললেই চলে ৷
২০১৪ সালে এসে বিএনপির মধ্যে আবার রাজনৈতিক কৌশল দেখা যাচ্ছে, বিএনপি চরম ভাবে আওয়ামীদের অপপ্রচারের শিকার হয়ে বিশ্ববাসীর কাছে "সম্ভবত জঙ্গি সহযোগী দল" হিসেবে পরিচিত হয়ে গেছে ৷
এখন বিএনপিকে কৌশলে এই অপপ্রচারের মোকাবেলা করতে হবে ৷ সেজন্য বিএনপিকে ১৮ দলে থাকা ইসলামী দলগুলার সাথে "বিশেষ" সম্পর্ক রেখে এগুতে হবে ৷ (বিশেষের ব্যখ্যা আপনারাই করে নেবেন) ১৮ দলের শীর্ষ দুই/একজন নেতাদের সাথে কথা বলে এবং আমার নগন্য অভিজ্ঞতায় মনে হচ্ছে আজকের সমাবেশে বিএনপি ইসলামী দলগুলার সাথে কৌশলগত "বিশেষ" সম্পর্ক মতই কাজ করেছে ৷
তবে খুব গভীর ভাবে বিএনপিকে খেয়াল রাখতে হবে কৌশলগত "বিশেষ" সম্পর্কের কারনে যেন স্বমূলে আঘাত না পরে, তাহলে "আমও যাবে সাথে ছালাও যাবে"
শেষে একটা ছোট কথা বলি-
"আওয়ামীরা যদি পাঞ্জাবি টুপি লাগিয়ে হেফাজতের সমাবেশে ঢুকে কোর'আন পুড়াতে পারে তাহলে আমরা কেনো বৃহত্তর স্বার্থে নিজের স্লোগান দিলে চেপে রেখে মুখে বন্ধুর স্লোগান দিতে পারবনা ??
সমজদারেরা অবশ্যই আওয়াজ দেবেন...
বিষয়: রাজনীতি
১১১৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন