যারা আওয়ামিলিগের সাথে বিএনপিকে তুলনা করে থাকে তারা মিথ্যাবাদি। (পর্ব ২)

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৯ জানুয়ারি, ২০১৪, ০৭:২৬:৩২ সন্ধ্যা

অনেক পণ্ডিত মসাই বলে থাকেন বিএনপি আওয়ামিলিগ এক। বিএনপি খারাপ আমি তা মানি। তবে আওয়ামিলিগের সাথে বিএনপির তুলনা করা চরম অন্যায়। যারা এমনটি করে থাকে তারা মিথ্যাবাদি, তারা ধোঁকাবাজ।

দেখুন আমার বক্তব্যের যুক্তি-

স্বাধীনতার পর মুজিব সরকার বাংলাদেশ থেকে ইসলাম কে বিতাড়িত করার জন্য যে কাজ গুলা হাতে নিয়ে ছিলো তার মধ্যে অন্য তম হল শিক্ষা। ৭৫ পর্যন্ত দেশে পাঠ্য পুস্তকে ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ ছিল।

বাংলাদেশ থেকে চিরতরে ধর্মীয় শিক্ষা কে নিষিদ্ধ করার লক্ষে ড. কুদরত-ই-খুদাকে দিয়ে শেখ মুজিব শিক্ষা নিতি তৈরি করে ছিল। কিন্তু মুজিব তা বাস্তবায়ন করে যেতে পারেনি। বর্তমানে যে শিক্ষা নিতি নিয়ে আন্দোলন চলছে সেটাই ড.কুদরত-ই-খুদা শিক্ষা নিতি

বর্তমানে আমরা বুজতে পারতেছি যদি ড.কুদরত-ই খোদা শিক্ষা নিতি বাস্তবায়ন হয় তাহলে দেশের অবস্থা কতটা খারাপ হবে তাই আমরা এটা বাতিলের দাবি তে আন্দোলন করে যাচ্ছি।

একটু চিন্তা করে দেখুন এই শিক্ষা নিতি যদি ৭৬' বা ৭৭' সালে বাস্তবায়ন হত তাহলে এই দেশের মুসলমানের অবস্থা কি হত তা করা কল্পনা করা যায়?

জিয়া ক্ষমতায় আশার পর ঐ শিক্ষা নিতিটা বাতিল করা হয়। এবং পাঠ্য পুস্তকে ধর্মীয় শিক্ষা বিশেষ করে ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামুলক করে দেয়া হয়। তাই এই দেশ স্কুল কলেজে যে টুকে ধর্মীয় শিক্ষা আছে তার পুরাটাই বিএনপি বা জিয়ার অবধান।

তাহলে কি করে বিএনপি আওয়ামিলিগকে এক বলা হচ্ছে ?? বিএনপির দোস থাকতেই পারে এজন্য বিএনপির সমালোচনা করা যেতে পারে, কিন্তু আওয়ামিলিগের সাথে বিএনপি কে মিলানো যেতে পারে না। এটা চরম অন্যায়।

আর যদি বুজে শুনেই বিএনপি আওয়ামিলিগ কে এক বলা হয়ে থাকে তাহলে সন্দেহ ছাড়াই বলে দেয়া যায় তা মিথ্যা বলছে শুধু মাত্র রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য ধোকাবাজি করছে।

(চলবে)

বিষয়: রাজনীতি

১১৯৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164483
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
164510
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১২
হতভাগা লিখেছেন : ০ বিএনপির আমলে শেয়ার বাজারে লুটপাটের ঘটনা ঘটেনি

* আওয়ামী লীগের গত দুই আমলেই শেয়ার বাজার লুটপাট হয়েছে

০ বিএনপির আমলে ঢাকার কোন ভাগ ছিল না

* আওয়ামী লীগের আমলে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিন এই দুইভাগে ভাগ করা হয়েছে

০ আওয়ামী লীগ নেত্রী হরতাল করবেন না বলেছিলেন বিরোধী দলে গেলেও

* বিএনপি নেত্রী এরকম কোন ওয়াদা করেন নি

০ ১০ টাকায় চাল খাওয়ানোর কথা আওয়ামী লীগ নেত্রী বলেছিলেন

* বিএনপি নেত্রী এরকম কিছু বলেন নি

০ শেখ হাসিনা ডজন খানেক ডক্টরেট পাওয়া

* খালেদা জিয়া মেট্রিক পাশ করেছেন কি না সন্দেহ আছে

০ বিএনপি নেত্রী গোটা কয়েক জন্মদিন আছে

* আওয়ামী লীগ নেত্রী জন্মদিন একটাই

০ হাসিনা তনয় একজন আইটি স্পেশালিস্ট

* খালেদা তনয় আজকে আত্মসমর্পনের আদেশ পেয়েছে
164708
২০ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File