জুতা থেরাপির ইতিহাস !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৭ জানুয়ারি, ২০১৪, ০৯:৫৬:৫৪ রাত
মানব সমাজে জুতা থেরাপির ইতিহাস অনেক পুরানো, ইতিহাস থেকে জানা যায় হাজার হাজার বছর আগে থেকেই যুগের শ্রেষ্ট জালিমদের জুতা থেরাপি দেয়া হতো ৷ ইতিহাসে দেখা যায় প্রথম জুতা থেরাপি দেয়া হয়েছিল জাহান্নামের কিট নমরুদকে, হজরত ইব্রাহিম (আঃ) নমরুদের আগুনের কুন্ডলী থেকে মুক্ত হবার পর একটা লেংড়া মসা নমরুদের নাক হয়ে মাথার মগজে ঢুকে যায়, মসা টি নমরুদের মগজের মধ্যে একের পর এক মরন কামড় বসাতে থেকে, তখন নমরুদ যন্ত্রনায় উম্মাদ হয়ে যায় ৷
এহেন অবস্থায় বিশ্বের বড় বড় সব ডাক্তার কবিরাজ নমরুদের চিকিত্সায় ব্যর্থ হয়, তখন কোনো এক জায়গা থেকে বলা হয় জুতা থেরাপি দেয়ার জন্য ৷ মরন যন্ত্রনায় নমরুদ আদেশ করে তার উপর জুতা থেরাপি প্রয়োগ করার জন্য, শেষে জুতা থেরাপি খেতে খেতেই নমরুদকে জাহান্নামে প্রবেশ করতে হয় ৷
সে তো গেলো হাজার বছর আগের ঘটনা, ২০০৮ সালে ২১' শতকের নমরুদ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট নরপশু বুশ কে জুতা থেরাপি দিলেন ইরাকি সাংবাদিক মুনতাজার আল জাইদি, সেই দৃশ্য দেখে মনব সমাজ জুতা থেরাপির বিষয় নতুন করে অবগত হলেন ৷ তারপর সম্ভবত ২০১০ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং কে জুতা থেরাপি দেয়া হয়েছিল ৷
এর পরপরই জুতা থেরাপি চলে আসে আমাদের দেশে; প্রথম আমাদের দেশে এই থেরাপি প্রয়গ হয় বায়তুল মুকাররমের কলংকিত খতিব দালাল ভন্ড সালাউদ্দিনের উপর, তার উপর একাধিকবার এই জুতা থেরাপি প্রয়োগ করা হয়েছিল ৷ তারপর প্রয়োগ করা হয় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদের ভন্ড খতিব জালালের উপর, যা আমার নিজ দেখার সুযোগ হয়েছিল ৷
দুই দালালের উপর পরীক্ষা মূলক প্রয়োগের পর ২০১৩ সালে বাংলার নমরুদের (হাসিনার) মন্ত্রী শাহজাহান খানের উপর জুতা থেরাপি প্রয়োগ করা হয় ৷ সেদিন বাংলার মানুষ আনন্দে আত্মহারা হয়েছিল যথাযুগ্য জায়গায় জুতা থেরাপি প্রয়োগ করতে পেরে ৷
সে আনন্দ কাটতে না কাটতেই গতকাল বাংলার মানুষ জুতা থেরাপি প্রয়োগ করেছে এই সময়ের অন্যতম ঘৃণিত জালিম মাতাল পাগল এবং নমরুদের যুগ্য উত্তরসরী মগা আলমগীরকে ৷ এই প্রয়োগের আনন্দে যেন আজ এই দেশের আপমর জনতা খুসিতে আত্মহারা ৷
শুনলাম আজকে আবার হাসিনার আরেক মন্ত্রীর উপর বিশেষ এই থেরাপি প্রয়োগ করা হয়েছে, এই মন্ত্রীর নাম সাইফুজ্জামান ৷
আমরা এখন অপেক্ষায় আছি নমরুদের আপডেট ভার্সনের উপর এই বিখ্যাত জুতা থেরাপি প্রয়োগের অপেক্ষায় ৷ হে আল্লাহ তুমি আমাদের এই আশা টি পূর্ণ করে দাও ৷
বিষয়: রাজনীতি
১৩৪৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন