সুচিত্রার মৃত্যু ও বাংলাদেশীদের বাড়াবাড়ি....
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৭ জানুয়ারি, ২০১৪, ০৭:২৯:৩৮ সন্ধ্যা
পশ্চিম বঙ্গের নায়িকা সুচিত্রা সেনের মৃত্যুতে আমাদের দেশের চুতিয়া সমাজের চোখের পানি নাকের পানি এক সাথে পড়া শুরু হয়েছে ৷ সকাল বেলা টিভি খুলেই দেখি হাসিনা খালেদা হামিদ এরশাদ সকলেই শোক প্রকাশের হিড়িক পরিয়ে দিয়েছেন ৷
সুচিত্রা সেন আমাদের দেশের কেউ না, জন্ম এই দেশে হলেও সারা জীবন কাটিয়েছে ভারতে ৷ সুচিত্রার ২৫ বছরের অভিনয় জীবনে বাংলাদেশী কোনো ফিল্মে তাকে অভিনয় করতে দেখা যায়নি ৷ বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্ক ছিল বলে জানা যায়না ৷
তারপরেও তাকে নিয়ে কেন এত মাতামাতি আমার ঠিক বুজে আসেনা ৷ আমি খেয়াল করে দেখলাম ভারতীয় চ্যানেল গুলাতেও সুচিত্রাকে নিয়ে এত বাড়াবাড়ি করা হচ্ছেনা যে টুকু বাংলাদেশী চ্যানেল গুলাতে করা হচ্ছে ৷ এ-যেন মায়ের চেয়ে মাসির দরদ বেসি...
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন