বৃটিশ পার্লামেন্টে বাংলাদেশ !!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৭ জানুয়ারি, ২০১৪, ১০:৪৯:৩৪ সকাল

বৃটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে ৫ প্রস্তাব পাশঃ প্রস্তাব ৫ টি হলো-

---এক. বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ।

---দুই. রাজবন্দিদের মুক্তি ।

---তিন. জরুরি ভিত্তিতে সবার অংশগ্রহণমূলক নির্বাচন ।

---চার. সহিংসতা বন্ধ ।

---পাঁচ. র্যাব বিলুপ্ত ঘোষণা ।

যে প্রস্তাব গুলা বৃটিশ পার্লামেন্টে পাশ করা হয়েছে এর সব গুলি বাংলাদেশের মানুষের প্রানের দাবি, বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ চায় এই প্রস্তাবগুলা বাংলাদেশে বাস্তবায়ন হোক ৷ কসম করে বলা যায় এই প্রস্তাবগুলা বাস্তবায়ন হলে বাংলাদেশে শান্তির সুবাতাস বইতে শুরু করবে ৷

হাসিনা এবং হাসিনার ভারতীয় প্রভুদের এখনই এই প্রস্তাব গুলার গুরুত্ব বুজা উচিত, এবং প্রস্তাব গুলা বাস্তবায়ন করে দেশে শান্তি ফিরিয়ে দেয়া উচিত ৷ আর যদি হাসিনা ও তার প্রভুরা এই প্রস্তাবের গুরুত্ব বুজতে অক্ষম হয় তাহলে এই দেশের বভিষ্যত অন্ধকার হয়ে যাবে, আর এই দেশের বভিষ্যত অন্ধকার হলে হাসিনা এবং তার ভারতীয় প্রভু কারর জন্যই ভাল হবেনা ৷

বিশ্বায়নের এই যোগে আমাদের পক্ষে আলাদা হয়ে চলা সম্ভব নয়, আমাদের অবস্যই বিশ্বের সাথে সম্পর্ক রেখে চলতে হবে ৷ হাসিনা যদি মনে করে যে বৃটিশ পার্লামেন্টে কি প্রস্তাব গ্রহন করেছে তাতে আমার সমস্যা কি; তাহলে হাসিনা বিশ্ববাসী থেকে ছিটকে পড়বে, আর বিশ্বয়নের এই যোগে ছিটকে পরা কোনো সৈরাচারই টিকতে পারবেনা যেমন পারেনি গাদ্দাফির মত বড় শাসকও ৷

বিষয়: রাজনীতি

১১২১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163504
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৬
সাঈদ রাহমানী লিখেছেন : মিডিয়াতে প্রকাশ কি এভাবেই হয়েছে তাদের সিদ্ধান্তগুলো। দেশের সিংহভাগ মানুষের এ দাবীগুলো বিদেশীরা বুঝলেও দালাল মিডিয়া বুঝেনা প্রকাশও করেনা।
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০২
117745
হতভাগা লিখেছেন : Information control বর্তমান বিশ্বে সবচয়ে বড় অস্ত্র
163507
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০০
হতভাগা লিখেছেন : ''---পাঁচ. র্যাব বিলুপ্ত ঘোষণা । ''

০ র‍্যাবকে বৃটিশদেরই একটা ফোর্স প্রশিক্ষণ দেয়
163516
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৩
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : তা আমরাও জানি; তবে র্যাবের বর্তমান তত্পরতা ও তত্কালীন প্রেক্ষাপট এক নয় ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File