ইনকেলাব বন্ধ করে সরকার নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৭ জানুয়ারি, ২০১৪, ০৮:৪৬:০৬ সকাল

ইনকেলাব বন্ধ করায় সরকাকে আমি একটা ধন্যবাদ দিতে চাই; কারন সরকার আমার চোখ খুলে দিয়েছে ৷ গত কয়েকদিন যাবত ফেসবুক ও ব্লগে সাতক্ষীরায় যৌথবাহিনীর সাথে ভারতীয় বাহিনী মুসলিম নিধনে অংশ নিয়েছে মর্মে প্রচার চলছিল, প্রমান সরূপ কিছু ফ্যাক্স চিঠিও দেখানো হচ্ছিল ৷ কিন্তু দেশের অস্তিত্বের প্রতি ভালবাসা থাকে এমন প্রচারকে বিশ্বাস করতে পারিনি, সেজন্য এইসব বিষয় কিছু লিখিনি ৷ গতরাতে এই খবরটা প্রচারের অপরাধে ইনকেলাব পত্রিকা বন্ধ করে দেয়ায় আমার ভুল ভেঙ্গে যায়, আমি বুজতে পারি এতদিন যা শুনেছি তা সত্য ছিল; সত্য ছিল বিধায় সরকার এইটাকে ধামাচাপা দিতে ইনকেলাব বন্ধ করে দিয়েছে ৷

ইনকেলাব যদি আজ রিপোর্ট টি প্রকাশ করতে পারত তাহলে হয়ত কয়েক লাখ মানুষ তা পড়ত, কিন্তু সরকার পত্রিকাটি বন্ধ করে দেয়াতে মানুষের আগ্রহ অনেক গুন বেড়ে গেছে ৷ এখন ১৬ কোটি মানুষই জানতে চাইছে আসলে কি এমন রিপোর্ট ছিল যার কারনে সরকার এমন মারমুখী হয়ে গেল !!!

আমার ধারনা ইনশা আল্লাহ কালকের মধ্যে সকল মানুষের কাছেই বাস্তব ঘটনা প্রকাশ পেয়ে যাবে ৷ সরকার চেয়ে ছিল ঘটনাটা ধামাচাপা দিতে; মুর্খ সরকার এইটা বুজেনাই যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ অনেক গুন বেড়ে যায় ৷

আল্লাহ যা করে ভালর জন্য করে; তবে আপসোস হচ্ছে ইনকেলাবের সাংবাদিকদের জন্য, হাসিনা তাদের রুটিরুজির উপর আঘাত করেছে ৷ অবশ্যই এর চরম প্রতিদান হাসিনাকে দিতেই হবে ইনশা আল্লাহ ৷

বিষয়: রাজনীতি

১৮৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163482
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:২১
আবু আশফাক লিখেছেন : সহমত পোষণ করছি। আসলে প্রত্যেকটি সত্য ঘটনার জন্যই এভাবে একের পর এক গণ মাধ্য বন্ধ করা হচ্ছে।

স্কাইপি কেলেঙ্কারীতে- আমার দেশ

হেফাজন নিধন- দিগন্ত ও ইসলামিক টিভি

এখন আবার ফ্যাক্স বার্তা কেলেঙ্কারীতে-ইনকিলাব।

হায়রে গণতন্ত্র!!!
163514
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১১
হতভাগা লিখেছেন : এইসব বানোয়াট খবর ছাপিয়ে যাতে আর কেউ দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্যই সরকারের এই প্রয়াস ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File