সীরাতুন্নবী লাগবেনা হজরত কেবলার ঘোষনা ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৪ জানুয়ারি, ২০১৪, ০৩:২১:০৩ দুপুর

বিদ'আতিদের বলতে শুনা যায় সিরাতুন্নবী লাগেনা মিলাদুন্নবী পালন করলেই চলবে ৷ তাদের একটা স্লোগান আছে "সিরাতুন্নবী লাগবেনা হজরত কেবলার ঘোষণা" ৷ আসুন দেখি তারা এমনটা

কেনো বলে-

মিলাদুন্নবী মানে নবীজির জন্মদিন, মিলাদুন্নবী সম্পর্কে মানুষ জানতে পারবে তবে আমল করতে পারবেনা, মিলাদুন্নবী সম্পর্কে যে সকল হাদিস বর্ণিত হয়েছে তার একটার উপর ও আমল করা সম্ভব নয় ৷ যেমন হাদিসে বলা হয়েছে নবিজি সোমবারে সুবহে সাদিকের সময় জন্মগ্রহন করেছেন ৷ এই হাদিসটা শুধু জানা যাবে এইটার উপর কোনো আমল করা যাবেনা ৷ কারন এই হাদিসটা আমল করতে হলে আমাদেরকে সোমবারে সুবহেসাদিকের সময় জন্মগ্রহন করতে হবে !! কিন্তু এইটা কি সম্ভব ?? না এইটা কখনই সম্ভব না ৷

সীরাত বলতে নবীজির ২৩ বছরের নবুয়াতী জিন্দেগিজে বুজানো হয় ৷ সীরাত জানাও যেমন জরুরী তেমন মানও জরুরী ৷ যেমন নবিজি নামাজ পড়েছেন উম্মতকে সেটা জানতেও হবে মানতেও হবে, নবিজি রোজা রেখেছেন উম্মতকে জানতেও হবে মানতেও হবে, নবিজি জিহাদ করেছেন উম্মতকে সেটা জানতেও হবে এবং মানতেও হবে মানে আমল করতে হবে ৷ এমনি ভাবে নবিজি সীরাতের মধ্যে ৩০ পারা কুরআন এনেছেন সেই ৩০ পারা কুরআন আমাদের জানতেও হবে আমলও করতে হবে ৷

এক কথায় ইসলামের মধ্যে যত হুকুম আহকাম আছে সবগুলায় সীরাতের অন্তর্ভুক্ত ৷ প্রতিটা মুসলমানের জন্য সীরাত মানা ফরজ ৷ যে সীরাতকে মানবেনা সে মুসলিম হতে পারবেনা কারন যে কালেমা পড়ে সে মুসলমান হবে সে কালেমাও সীরাতের অন্তর্ভুক্ত ৷

যেসব হজরত কেবলারা বলে যে সীরাতুন্নবী লাগবেনা তারা মূলত আমল চোর ঈমান চোর, তাদের উদ্দেশ্য হলো আলম থেকে বেছে থাকা ৷ মিলাদুন্নবীর ভিতরে যেহুতু আমলের কোনো সম্পর্ক নাই তাই তারা সেটাকেই বেছে নিয়েছে, সাথে এটাকে পুজি করে ব্যবসাও ভালো চালাচ্ছে ৷

আর সীরাতুন্নবীর যেহুতু আগাগোড়া আমল আর আমল, তাই তারা বলে থাকে সীরাতুন্নবী লাগবেনা ৷ এইসব ঈমান চোর আমল চোর থেকে সাবধান !! তারা ঈমান আমল দুইটাই চুরি করে নিয়ে যাবে ৷

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162450
১৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৫
মোল্লা দো পেঁয়াজো লিখেছেন : আহারে সিন্নি খাইবার মন চায়
162515
১৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
এলিট লিখেছেন : আপনি সিরাত বলতে যা বোঝাতে চাইছেন তাকে আসলে হাদিস বলা হয়। হাদিস হল রাসুল (সাঃ) এর কথা, কাজ ও সম্মতি। সিরাত বা রাসুল (সাঃ) এর জীবনী জানার উদ্দেশ্য হাদিস জানা ও পালন করা ছাড়া আর কিছু নয়। এর জন্য সবসময় আমরা তৈরি। একটা নির্দিস্ট দিনে কেন?
রাসুল (সাঃ) এর আনুমানিক জন্মদিন পালন করার বিদাতী অনুস্টানের নাম হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এটা এখন পুরাতন হয়ে যাওয়াতে একই বিদাত নতুন মলাটে এসেছে সিরাতুন্নবী নামে। আমাদের দেশে সিরাতুন্নবী হল ওই বিশেষ দিনে ইসলামি ও নবী ভক্ত হয়ে যাওয়া যেমন পহেলা বৈশাখে আমরা পান্তা ইলিশ খেয়ে বাঙ্গালী হয়ে যাই।
162751
১৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৯
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : আমি সীরাতুন্নবী বলতে নির্দিষ্ট কোনো দিনকে বুজাইনি, আমি এখানে নামাজ রোজার কথা বলেছি, নামাজ রোজা কোনো নির্দিষ্ট দিনের জন্য নয় ৷ সীরাতুন্নবী বলতে আমি নবিজি (সা: থেকে আসা সব কিছুকেই বুজিয়েছি ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File