আজ মুসলমানের শোকের দিন ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৪ জানুয়ারি, ২০১৪, ০৯:২০:৫১ সকাল
আজ ১২ রবিউল আওয়াল; ১৪০০ বছর আগে এই দিনে আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পার্থিব দুনিয়া থেকে চির বিদায় নেন ৷ সে হিসেবে আজকে দিনটা উম্মতের জন্য সবচেয়ে কষ্টের ও দুঃখের দিন বা শোক দিবস ৷ কিন্তু ইসলাম কোনো রকম জন্ম দিবস বা ওফাত দিবস পালনের অনুমতি দেয়না, ইচ্ছে থাকলেও উম্মতের জন্য আজ শোক পালন করা সম্ভব হচ্ছেনা ৷
১৪০০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতে কিছু সংখ্যক মুনাফিক খুসি হয়ে ছিল, তারা গোপনে আনন্দ করে ছিল ৷ তাদের উত্তরসুরীরা আজো আছে, তারা আজো আনন্দ করছে ৷ পার্থক্য হলো তখন তারা গোপনে আনন্দ করে ছিল আর এখন তারা প্রকাশ্য আনন্দ করছে ৷
উম্মতকে ধোকা দিতে তারা উম্মতের এই শোকের দিনটার নাম দিয়েছে "ঈদে মিলাদুন্ননবী" মানে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন ৷ কিন্তু মশহুর ওলামায়ে-কেরামের মতে ১২ রবিউল আওয়াল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম দিবস নয় ৷
মুনিফিকরা এখানেও উম্মতকে ধোকা দিচ্ছে ৷ শোকের দিনটাকে আনন্দের দিনে রুপান্তরিত করে মুসলমানের ঈমান আকীদাকে ধংস করছে ৷ তাই এইসব মুনাফিক থেকে মুসলিম ভাইয়েরা সবধান ৷
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন