জীবন থেকে নেয়া....(১)

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৩ জানুয়ারি, ২০১৪, ০৬:৩০:৫১ সন্ধ্যা

৮ বছরের মাহি বাবা মায়ের খুব আদরের ছেলে । মাহি সচরাচর বাসা থেকে বের হয় না ।

এক দিন আম্মু থেকে অনুমতি নিয়ে মাহি সকাল বেলা জগিংয়ে বের হয়েছে । মাহিদের বাসার পাসে বিশাল একটা খেলার মাঠ আছে তার পাসে আছে বিডিআর ক্যাম্প। মাঠ ও ক্যাম্পের মাজে দুই তিনটা তাল গাছ আছে । সবাই জানে এই তাল গাছ গুলার কোনো মালিক নেই । গাছ গুলা কে লাগিয়েছে তাও কেও জানে না । তাল গাছ থেকে তাল পরলে যে দেখে সে নিয়ে যায়।

মাহি হাটতে হাটতে তাল গাছের নিছে যেয়ে দেখে একটা ছোট তাল পরে আছে, সে খেলতে খেলতে তাল টা বাসায় নিয়ে আসে।

মাহির আম্মু তাকে জিজ্ঞেস করে সে তালটি কোত্থেকে এনেছে । মাহি বলে তালটা সে মাঠের গাছ থেকে কুড়িয়ে এনেছে । তা শুনে মাহির আম্মু মাহির সাথে খুব রাগ করে । এবং তাকে বলে তালটা ফেরত দিয়ে আসতে।

মাহি তার আম্মু কে বলল কার কাছে দেব এই গাছের তো মালিক নেই। মাহির আম্মু বলে যেহুতু গাছ টা কেম্পের পাসে তাই এটা ক্যাম্পে দিয়ে এস ।

মাহি চাইল বাসার কাজের লোক দিয়ে পাঠাতে, কিন্তু আম্মু তাঁতে রাজি না হয়ে মাহিকেই দিয়ে আসতে বলল । আম্মু একটা দামি থলের মধ্যে (তাল টার ছেয়ে কমপক্ষে ২০ গুন দামি) তালটা দিয়ে মাহি কে ক্যাম্পে পাঠাল।

মাহির যে কি লজ্জা লাগছিল কারন ক্যাম্পের বিডিআর গুলা তাকে খুব ভালবাসত এখন কি করে সে এই তাল টা তাদের কাছে ফেরত দিতে যাবে ! তার পরেও যেতে হবে আম্মু যেতে বলেছে।

মাহি থলের ভেতর তালটা নিয়ে ক্যাম্পের এক পাসে দাড়িয়ে রইলো । কি করে ক্যাম্পে যাবে বুজতে পারছে না। তখন মাহি কে তাদের মসজিদের ঈমাম সাহেব দেখল । তিনি কাছে এসে জিজ্ঞেস করল কি মাহি কি হয়েছে? তখন মাহি ঈমাম সাহেব কে সব খুলে বলল । ঈমাম সাহেব সব শুনে অবাক চোখে মাহির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন । ঈমাম সাহেবের চোখ থেকে অস্রু ঝরছিল । কান্না ভেজা কণ্ঠে ঈমাম সাহেব মাহির আম্মুর জন্য দুয়া করিতে লাগলেন, ঈমাম সাহেব মাহি কে কোলে নিয়ে ক্যাম্পে গেলেন।

ক্যাম্পে জাওয়ার পর ঈমাম সাহেব ও মাহি কে এক সাথে আসতে দেখে ক্যাম্পে দাইত্তে থাকা সুবেদার সাহেব সহ প্রায় সব সৈনিক এক সাথে হয়ে জানতে চায় কি হয়েছে । তখন ঈমাম সাহেব তাদের পুরা ঘটনা খুলে বলে । ঈমাম সাহেব বলে-

"যেখানে মায়েরা ছেলে মেয়েদের সকাল বেলা তাল কুড়িয়ে আনার জন্য পাঠায় সেখানে মাহি একটা তাল নিয়ে গেছে যে তালটার দাম ৫ টাকাও হবে না তার পরেও মাহির আম্মু তাকে এই তালটি দিয়ে পাঠিয়ে দিয়েছে ফেরত দেয়ার জন্য, যদিও এই তাল গাছের কোনো মালিক নাই । মাহির আম্মুর মত যদি আমাদের দেশের সব মায়েরা হত তাহলে আমাদের দেশে আজ ছেলে মেয়েদের এই অবস্থা হতনা"

কথা গুলা ঈমাম সাহেব খুব আবেগ দিয়ে বললেন । কথা গুলা শুনে উপস্থিত সবাই খুব অবাক হলেন এবং খুশি হলেন । সবাই মিলে মাহির আম্মুর জন্য দোয়া করলেন ও মাহি কে খুব আদর করলেন ।

এখন মাহি বড় হয়েছে। এখন মাহির সামনে যদি কোনো অসাধু কাজ আসে তখন সে ছোট বেলার এই ঘটনার কথা চিন্তা করে, এবং তা থেকে বেছে থাকার চেষ্টা করে...

মাহির বিশ্বাস যদি প্রতিটি মা মাহির আম্মুর মত হয় তাহলে দেশে ঐশি-রাজিবের মত কুসন্তান জন্ম নেবে না ।

বিষয়: বিবিধ

১৮১৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162670
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৫২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : মাহির আম্মুর মত যদি আমাদের দেশের সব মায়েরা হত তাহলে আমাদের দেশে আজ ছেলে মেয়েদের এই অবস্থা হতনা - Applause Applause Applause Rose Rose Rose Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File