মাত্র ৫ শতাংশ লোক স্বাধীনতার পক্ষে !!!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১২ জানুয়ারি, ২০১৪, ১২:৫৬:৪২ দুপুর

দেশে ভোটার আছে ৯ কোটি ৩০ লাখ, হাসিনার মতে এই নির্বাচনে ভোট পরেছে ১ কোটি ৫০ লাখের মত ৷ বাকি প্রায় ৮ কোটি মানুষ ভোট দেয়নি ৷ আপনাদের নিশ্চই মনে আছে হাসিনা এবং হাসিনার পুত্র জয় বলেছিল এই নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তির মধ্যে শেষ যুদ্ধ ৷

তাদের হিসেব মতেই স্বাধীনতার পক্ষের লোক রয়েছে মাত্র দেড় কোটি, বাকি প্রায় ৮ কোটি মানুষ স্বাধীনতা বিরোধী ৷ এই স্বাধীনতার দাম কি ? যেই স্বাধীনতার বিপক্ষে দেশের ৮০ ভাগ মানুষ !!!

এইটা তো হাসিনার দুই নাম্বারী হিসাব, বাস্তব হলো; ৩ থেকে ৪ শতাংশ মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছে, মানে ৩০ থেকে ৪০ লাখ ভোটার তথাকথিত স্বাধীনতার (!) পক্ষে আর বাকি ৯ কোটি ভোটার স্বাধীনতা বিরোধী ৷

আসলে বাস্তবতা কি; বাস্তবতা হলো যে ৮৫/৮৬ শতাংশ মানুষ ভোট দেয়নি এরাই হলো স্বাধীনতার পক্ষের শক্তি, শুধু স্বাধীনতার পক্ষের শক্তিই নয় এরাই হলো স্বাধীনতার ধারক বাহক ৷ আর যে ৩/৪ শতাংশ মানুষ ভোট দেয়নি তারাই হলো স্বাধীনতা বিরোধী শক্তি ৷ তারাই হলো রাজাকার দেশদ্রোহী ৷ যেমন রাজাকার দেশদ্রোহী ছিল ১৯৭১ সালে ৷ পার্থক্য হলো যারা ১৯৭১ সালে রাজাকার দেশদ্রোহী ছিল পাকিস্তানের পক্ষে, আর আজকের রাজাকার দেশদ্রহিরা হলো ভারতের পক্ষে ৷

বিষয়: রাজনীতি

৯৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161711
১২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৮
সত্যের বিজয় লিখেছেন : অনেক ধন্যবাদ সত্যি কথাটি তুলে ধরার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File