উজ্জা, মহসিনা, শুভ্র, আসিফ এরা কি সত্যি নাস্তিক ??
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১০ জানুয়ারি, ২০১৪, ০৯:২৮:২৬ রাত
অনলাইন জগতে নাস্তিক দাবিদারেরা কি আসলেই নাস্তিক ?
:অনেকের কাছে প্রশ্নটা অবান্তর মনে হলেও এটাই সত্য যে নাস্তিক দাবিদার অনেকেই মূলত নাস্তিক নয় ৷
নাস্তিকতার মধ্যে অন্যের ধর্মকে কটাক্ষ করার কোনো সুযুগ নেই, নাস্তিকরা ধর্ম না মানতে পারে তবে অন্যের ধর্মকে কটাক্ষ করেনা ৷ তার সবচেয়ে বড় প্রমান জাপানিরা ৷ জাপানিরা ৯০ ভাগ নাস্তিক কিন্তু কখনো এমন শোনা যায়নি যে জাপানি কোনো লোক অন্যের ধর্মকে কঠাক্ষ করে ধর্মদ্রোহী কোনো কথা বলেছে ৷
তাহলে আমাদের দেশে এই কুলাঙ্গারেরা কি ধর্মদ্রোহী ?
:না তারা ধর্মদ্রোহীও নয়, যদি তারা ধর্মদ্রোহী হত তাহলে তারা সমান ভাবে সকল ধর্মকে সমালচনা করত ৷ কিন্তু তারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের সমালোচনা করেনা, বরং অনান্য ধর্মের প্রতি তাদের প্রচুর সহনবতিশীল দেখা যায় ৷
যেমন সাদিয়া সুমি উজ্জা ও কাফের মহসিনার ওয়াল চেক করলে দেখা যাবে ইসলাম বিরোধী হাজার হাজার লেখায় তাদের ওয়াল ভরপুর, কিন্তু হিন্দু বোদ্ধ কিংবা খৃস্টান ধর্মের বিরদ্ধে তাদের কোনো লেখা নাই ৷ বাস্তবতা হলো অন্য ধর্ম গুলার মধ্যে প্রচুর সমালোচনার বিষয় রয়েছে ৷
যেমন হিন্দু ধর্মের দেব-দেবিদী কার্যকালাপ খুবই আপত্তি জনক উদাহরন সরূপ একটা ঘটনা তুলে ধরলাম-
"ব্রহ্মার কন্যা স্বরস্বতী হলেন বিদ্যার দেবী।
স্বরস্বতীর রূপ দেখে তার বাবা ব্রহ্মা উত্তেজিত
হয়ে পড়লেন। পিতার কামোদ্দীপনা থেকে বাঁচার জন্য স্বরস্বতী ভূমির চারিদিকে পালিয়ে বেড়ালেন,কিন্তু বাবার হাতে ধরা পড়লেন। স্বরস্বতী তার বাবা ব্রহ্মার কাছে আত্মসমর্পণ করলেন। অতঃপর ব্রহ্মা এবং তার কন্যা স্বরস্বতী স্বামী-স্ত্রীর ন্যায় ১০০ বছর সহবাস করলেন। তারা স্বয়ংভূমারু নামে এক পুত্র এবং শতরূপা নামে এক কন্যার জন্ম দেন। অতঃপর তারাও দুজন দুজনের সাথে সহবাস করে এবং তাদের মিলনের ফলে ব্রহ্মা দুজন দৌহিত্র ও দুজন দৌহিত্রা লাভ করেন।"
(মৎস্য পুরাণ ৩ঃ৩২; ভগবত পুরাণ ৩ঃ১২-২৮)
তথাকথিত নাস্তিক পিয়াল, জেবতীক, উজ্জাদের কখনই এইসব বিষয় নিয়ে সমালোচনা করতে দেখা যায়না, তারা অযুঅক্তিক ভাবে ইসলামের সমালোচনায় ব্যস্ত ৷
আসলে এইসব শাহাবাগীরা নাস্তিক-ফাস্তিক কিছুই না তারা মূলত ভারতীয় "র" (RAW ) এর এজেন্ট, এদের দিয়ে "র" মুসলমানদের অন্তরে আঘাত হানতেই এইসব করাচ্ছে ৷ এর পিছনেও বড় একটা করন রয়েছে ৷ লেখা বড় হয়ে যাবে তাই এখানে উল্লেখ করছিনা ৷
বিঃ দ্রঃ লেখাটা আর বড় করলামনা, বড় লেখা আপনারা পড়তে চাননা ৷
বিষয়: বিবিধ
২৪৯৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7218
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> যমুনার চরে লিখেছেন : দুনিয়াটা মোহাম্মদের মগের মুল্লুক নাকি?????Sahih al-Bukhari 6924- Muhammad said: "I have been ordered to fight the people till they say: La ilaha illallah (none has the right to be worshipped but Allah), and whoever said La ilaha illahllah, Allah will save his property and his life from me."
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7218
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> যমুনার চরে লিখেছেন : ব্লগে বসে আছন ক্যান? যান্না, এ্যামেরিকা, ভারত, চীন........... থেকে জিজিয়া করের টাকাটা নিয়ে আসেন। নাকি গালের সুন্নতি দাড়ি টেনে ছিড়ে আকাশে উড়িয়ে দিবে, সেই ভয়ে...............???সুরা ৯ :২৯- তোমরা যুদ্ধ কর আহলে-কিতাবের ঐ লোকদের সাথে, যারা আল্লাহ ও রোজ হাশরে ঈমান রাখে না, আল্লাহ ও তাঁর রসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিযিয়া প্রদান করে।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7218
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> যমুনার চরে লিখেছেন : মোহাম্মদীদের ইয়াবড় লেঞ্জা আসলে গালে। অবস্থা এমন হয়েছে- আধুনিক প্রযুক্তি নির্ভর কাফের-নাস্তিকরা এখন হাসির ছলে মুমিনের লেঞ্জামার্কা জেহাদী দাড়ি হেঁচকা টানে ছিড়ে বাতাসে উড়িয়ে দেয়। অথচ মুমিনের আল্যা কিছুই করতে পারেন্না। হাহা, হাঃ...............A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7218
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
Surah 9:29,:
Fight those who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the Religion of Truth, from among the People of the Book, until they pay the Jizyah with willing submission, and feel themselves subdued.
Sahih al-Bukhari 6924—Muhammad said: "I have been ordered to fight the people till they say: La ilaha illallah (none has the right to be worshipped but Allah), and whoever said La ilaha illahllah, [i]Allah will save his property and his life from me."
Surah 9:5 ;"Slay the idolaters wherever you find them" [/i]
মাইনাস দিতে বাধ্য হলাম ।
মন্তব্য করতে লগইন করুন