সংখালঘু হিন্দুদের উপর হামলা কে চালায় কেনো চালায় ??
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১০ জানুয়ারি, ২০১৪, ০৯:৩৯:৩৩ সকাল
নির্বাচনী নাটক পার হবার পরের দিন থেকেই সংখালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমন চালানো হচ্ছে, বিভিন্য জেলায় তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে ৷ ভয়ে আতংকে অনেক হিন্দু ঘর বাড়ি ছেড়ে ধর্মশালায় গিয়ে আশ্রয় নিয়েছে ৷
সংখালঘুদের উপর এমন হামলা দেখে অনেকের মনে প্রশ্ন জাগে ৷ প্রশ্ন গুলা হলো;
হামলা কে চালায় ?
হামলা কেন চালায় ?
হামলার সময় প্রশাসন কোথায় থাকে ?
হামলার সঠিক তদন্ত হয়না কেনো ?
হামলা কে চালায়;
যখনই এমন হামলা হয় সরকার কোনো রকম তদন্ত ছাড়াই বলে দেয় "এইটা বিএনপি জামাতের কাজ" কিন্তু বাস্তবতা দেখা গেছে সম্পুর্ন বিন্য ৷ আজ পর্যন্ত হিন্দুদের উপর হামলা করতে গিয়ে কোনো বিএনপি জামাত কর্মী ধরা পরেছে বলে জানা যায়না ৷ তবে একাধিকবার হামলার সময় আওয়ামীলীগ কর্মী হাতেনাতে ধরা পরেছে ৷
অনেকের মনে এখন প্রশ্ন জেগেছে আওয়ামীলীগ কেনো হামলা চালায়; আওয়ামী লিগ দাবি করে তারা হিন্দুদের বন্ধু, হিন্দুরাও সেটা মেনে নিয়ে আওয়ামী লিগ কে ভোট দেয় ৷ বাস্তবতা হলো আওয়ামীলীগ হিন্দুদের ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে ৷ আওয়ামী লীগ যখন কোনো বীপদে পরে তখন এই কার্ডটা চালায়,
যেমন এখন হাসিনা নিজের ইচ্ছে মত একটা নাটকীয় নির্বাচন করে ফেলেছে ৷ এই নির্বাচনকে এখন পর্যন্ত কোনো দেশ সমর্থন দেয়নি, বরং সব দেশেই এই নির্বাচনের বিরদ্ধে অবস্থান নিয়েছে দেশী বিদেশী সকল মিডিয়া এই নির্বাচন নিয়ে সমালোচনায় মুখর ৷ এই অবস্থায় হাসিনা তার হাতে থাকা ট্রাম কার্ডটা ব্যবহার করল, হাসিনা নিজের গুন্ডা বাহিনী দিয়ে হিন্দুদের উপর হামলা চালিয়ে নির্বাচন থেকে নজর অন্য দিকে ফিরিয়ে দিয়েছে ৷ এতদিন যারা নির্বাচন নিয়ে কথা বলত তাদের নজরকে সংখালঘু হিন্দুদের উপর হামলার দিকে ফেরিয়ে দিয়েছে, এভাবেই হাসিনা রাজনীতিতে হিন্দুদের ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করছে ৷
বিগত ৫ বছরে যেসব জায়গায় সংখালঘুদের উপর হামলা হয়েছে সবখানেই প্রশাসন নিরব থেকেছে; মূলত সরকারের পক্ষ থেকেই প্রশাসনকে নিরব থাকতে বলা হয়, তাই এসব হালমার সময় প্রশাসন নিরব দর্শকের ভূমিকায় থাকে ৷
আর তদন্ত হয়না কেনো; যদি সঠিক তদন্ত হয় তাহলে হামলার পরিকল্পনাকরি হিসেবে হাসিনার নাম উঠে আসবে, তাই তদন্ত করার মানেই হয়না ৷
ইনশা আল্লাহ একদিন সঠিক তদন্ত হবে সেদিন কেউ বাচতে পারবেনা ৷
বিষয়: রাজনীতি
১৮৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7218
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> যমুনার চরে লিখেছেন : হ ভাই, মুসলমানরা সুবধ বালক!মন্তব্য করতে লগইন করুন