ভারতীয় দাদাদের সমর্থন কতদিন থাকবে ??

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৯ জানুয়ারি, ২০১৪, ০৯:০২:৩১ রাত

সামনেই আসছে ভারতের জাতীয় নির্বাচন, অনেকটা গেরান্টি দিয়েই বলা যায় সে নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন কংগ্রেস জোট হেরে যাবে ৷ জেতার সম্ভবনা আছে উগ্রবাদী দল বিজেপির আবার অনেকের ধারনা নতুন গজিয়ে উঠা দল আ'ম আদমী পার্টিও জিতে যেতে পারে ৷ প্রশ্ন হলো কংগ্রেস জোট হেরে গেলে হাসিনার প্রতি ভারতীয় দাদাদের যে সমর্থন আছে তা বহাল থাকবে কিনা ?

অনেকের মত আমারও ধারনা যে বর্তমানে যে মাত্রায় সমর্থন আছে তা বহাল নাও থাকতে পারে ৷ এর দুই একটা কারনও উল্লেখ করা যেতে পারে ৷

যেমনঃ হাসিনাকে কংগ্রেসের বাধহীন সমর্থনের অন্যতম কারন ইন্দিরা ও মুজিব পরিবারের পারিবারিক সম্পর্ক ৷ মুজিব ও ইন্দিরা পরিবারের মধ্যে সর্বজন স্বীকৃত একটা দীর্ঘ পারিবারিক সম্পর্ক আছে ৷ এই কারনেই বর্তমান কংগ্রেস জোট নেত্রী ও ইন্দিরার পুত্রবধু সনিয়া গান্ধী মুজিব কন্যা হাসিনাকে অকুন্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে ৷

যদি বিজেপি বা আ'ম আদমী পার্টি ক্ষমতায় আসে তাহলে তাদের সাথে যেহুতু হাসিনার পারবারিক সম্পর্ক নাই সে করনে বিশেষ এই সম্পর্কে ভাটা পড়তে পারে ৷

আরেকটা করন হতে পারে; বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা হাসিনার সাথে বাড়াবাড়ি রকমের এই সম্পর্ক রাখবে বলে মনে হয়না ৷ কারন ইতিমধ্যেই বিজেপির এক প্রভাবশালী নেতা বাংলাদেশের ব্যপারে কংগ্রেসের অতি নাক গলানোর বিষয়টা অপছন্দ করে সমালোচনা করেছেন ৷

এইত গেল একটা মত; এর বিপরীতে সম্পুর্ন বিন্য একটা মতও অনেকের আছে, সেটা হলো কারতে অব্ভন্তরীণ রাজনীতি পরিবর্ন হলেও তাদের বিদেশনিতিতে পরিবর্তন আসবেনা ৷ এই মতটাকেউ একেবারে ফেলে দেয়া যায়না ৷

শেষ পর্যন্ত দেখাযাক কি হয়; আপনারাও ভাবুন আমিও ভাবতে থাকি.....

বিষয়: রাজনীতি

১৪৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160896
১০ জানুয়ারি ২০১৪ রাত ১২:০২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভারতে যেই আসুক বাংলাদেশ সম্পর্কে ও বর্তমান সরকার সম্পর্কে তাদের অবস্হান খুব বেশি নড়চড় হবেনা।কারণ আমেরিকার স্বার্থ এর সাথে জড়িত।
162860
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৬
সত্যের বিজয় লিখেছেন : কি আর দেখব ! স্বৈরাচারি বাকশালের মরণ দেখতে চাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File